রংপুরে বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের জুম্মারপার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।

নিহতের স্বজনরা ও পুলিশ জানায়, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা জুম্মারপার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা মারা যান।

তিনজন নিহতের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, সতর্ক করল শিক্ষাবোর্ড

এসএসসি পরীক্ষার উত্তরপত্র (খাতা) মূল্যায়নে অনীহা দেখাচ্ছেন পরীক্ষকরা। তারা নির্ধারিত তারিখে শিক্ষাবোর্ড থেকে খাতা নিচ্ছেন না। এতে ফলাফল প্রকাশে দেরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আজ সোমবার ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বোর্ড কর্তৃক পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তাদের একটি অংশ দায়িত্ব পালনে আগ্রহ দেখাচ্ছেন না।

এতে আরও বলা হয়, এমন অবস্থায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত সব পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার খাতা সংগ্রহের নির্দেশনা দিয়েছে। সেই সঙ্গে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্কও করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে এক ক্রমিক দুইবার, নেই ২৬ নম্বর
  • এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও হত্যাচেষ্টা, মা-ছেলে গ্রেপ্তার 
  • নিহত এসএসসি পরীক্ষার্থীর মায়ের আহাজারি, ‘মোটরসাইকেলে কেন গেলু, মা’
  • এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের উদ্যোগ ঢাকা বোর্ডের
  • এসএসসি পরীক্ষা দেওয়া হলো না আফসানার, মিনিবাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত
  • কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
  • এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অনীহা, সতর্ক করল শিক্ষাবোর্ড
  • অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুবায়ের ব্যথা-যন্ত্রণা নিয়েই দিচ্ছেন এসএসসি পরীক্ষা
  • বিশ্বাসীদের সাফল্যের সাত গুণ