জাবি ও ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ক্রিকেট
Published: 17th, May 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ‘ব্লাইন্ড ক্রিকেট-২০২৫’ শীর্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাবি ব্লাইন্ড টিমের বিপরীতে জাবি ব্লাইন্ড টিম ৫৬ রানে জয়ী হয়।
শনিবার (১৭ মে) ‘ইনক্লুসিভ-জেইউ’ এর আয়োজনে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘ব্লাইন্ড ক্রিকেট-২০২৫’ উদ্বোধন করেন জাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।
প্রীতি ক্রিকেট ম্যাচে বি-১, বি-২ ও বি-৩ এই তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই করা হয়। এদের মধ্যে বি-১ ক্যাটাগরির খেলোয়াড়েরা সম্পূর্ণ দৃষ্টিহীন, তারা কিছুই দেখতে পান না। বি-২ ক্যাটাগরির খেলোয়াড়েরা ২ মিটার থেকে ৪ মিটার পর্যন্ত দেখতে পারেন। বি-৩ ক্যাটাগরির খেলোয়াড়েরা ৬ মিটার থেকে ১৫ মিটার দূরত্ব পর্যন্ত দেখতে পারেন।
আরো পড়ুন:
বাকৃবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা দোকানির
সাম্য হত্যায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের সিদ্ধান্ত
প্রীতি ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্লাইন্ড ক্রিকেট টিম। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৮ উইকেটে ২০০ রান সংগ্রহ করে। জবাবে ২০১ রানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লাইন্ড ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেন। এতে জাবি ব্লাইন্ড টিম ৫৬ রানের বিশাল জয় পায়।
জাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন নাহিদ। ঢাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মোকাররম।
এর আগে, খেলার উদ্বোধনকালে জাবি উপ-উপাচার্য অধ্যাপক ড.
তিনি বলেন, “জাবির বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার আদায় সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। লেখাপড়া, গান, কবিতা, খেলাধুলা, নৃত্য ইত্যাদি সকল ক্ষেত্রে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা যেন ভালো করে, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।”
ঢাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাহবুব মোর্শেদ বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদেরও বিনোদনের অধিকার আছে। প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, তারা ব্লাইন্ড ক্রিকেটটা খেলতে পারছে না। এই খেলায় কিছু রুলস আছে। তবে জাতীয় খেলা বা যেকোনো বড় খেলাতে বি-২ এবং বি-৩ ক্যাটাগরিতে যাদের নেওয়া হচ্ছে তারা মোটামুটি এক চোখে দেখতে পায়। এজন্য আমরা যারা প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী, তারা খেলা থেকে বঞ্চিত হচ্ছি।”
জাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন নাজিম হোসেন বলেন, “আমরা এই টুর্নামেন্টটি আয়োজন করেছি, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙ্গে না পড়েন এবং এখান থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। আমাদের এ আয়োজনে সহযোগিতা করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”
‘ইনক্লুসিভ-জেইউ’ একটি নতুন উদ্যোগ, যা দৃষ্টি প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা ও ক্ষমতায়নে কাজ করছে।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব র ব ল ইন ড ক র ক ট ট ম র
এছাড়াও পড়ুন:
প্রিমিয়ার লিজিংয়ের দুই প্রান্তিকে লোকসান কমেছে
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫), দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুই প্রান্তিকেই কোম্পানির শেয়ারপ্রতি লোকসান কমেছে।
রবিবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
আরো পড়ুন:
ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না তিন মিউচ্যুয়াল ফান্ড
সূচকে বড় উত্থান, বেড়েছে লেনদেন
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৭৭) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (২.৩৬) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.৫৯ টাকা বা ৩৩.৩৩ শতাংশ।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৪৪) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (৩.২১) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.৬৬ টাকা বা ২৭.০৪ শতাংশ।
চলতি হিসাব বছরের ছয় মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.২০)। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (৫.৫৬) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১.৩৬ টাকা বা ৩২.৩৮ শতাংশ।
২০২৫ সালের ৩০ জুন কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৭৮.৫৩) টাকায়।
ঢাকা/এনটি/এসবি