জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ‘ব্লাইন্ড ক্রিকেট-২০২৫’ শীর্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাবি ব্লাইন্ড টিমের বিপরীতে জাবি ব্লাইন্ড টিম ৫৬ রানে জয়ী হয়।

শনিবার (১৭ মে) ‘ইনক্লুসিভ-জেইউ’ এর আয়োজনে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘ব্লাইন্ড ক্রিকেট-২০২৫’ উদ্বোধন করেন জাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

প্রীতি ক্রিকেট ম্যাচে বি-১, বি-২ ও বি-৩ এই তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই করা হয়। এদের মধ্যে বি-১ ক্যাটাগরির খেলোয়াড়েরা সম্পূর্ণ দৃষ্টিহীন, তারা কিছুই দেখতে পান না। বি-২ ক্যাটাগরির খেলোয়াড়েরা ২ মিটার থেকে ৪ মিটার পর্যন্ত দেখতে পারেন। বি-৩ ক্যাটাগরির খেলোয়াড়েরা ৬ মিটার থেকে ১৫ মিটার দূরত্ব পর্যন্ত দেখতে পারেন।

আরো পড়ুন:

বাকৃবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা দোকানির

সাম্য হত্যায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের সিদ্ধান্ত

প্রীতি ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্লাইন্ড ক্রিকেট টিম। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৮ উইকেটে ২০০ রান সংগ্রহ করে। জবাবে ২০১ রানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লাইন্ড ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেন। এতে জাবি ব্লাইন্ড টিম ৫৬ রানের বিশাল জয় পায়।

জাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন নাহিদ। ঢাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মোকাররম। 

এর আগে, খেলার উদ্বোধনকালে জাবি উপ-উপাচার্য অধ্যাপক ড.

সোহেল আহমেদ বলেন, “ জাবির কেন্দ্রীয় খেলার মাঠে এ রকম একটি আয়োজনকে আমি একটি অনেক বড় অগ্রগতি হিসেবেই দেখছি। আমার ১৯ বছরের কর্মজীবনে এই প্রথম একটি চমৎকার আয়োজন দেখলাম এবং এর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত  আনন্দিত।”

তিনি বলেন, “জাবির বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার আদায় সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। লেখাপড়া, গান, কবিতা, খেলাধুলা, নৃত্য ইত্যাদি সকল ক্ষেত্রে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা যেন ভালো করে, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।”

ঢাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাহবুব মোর্শেদ বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদেরও বিনোদনের অধিকার আছে। প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, তারা ব্লাইন্ড ক্রিকেটটা খেলতে পারছে না। এই খেলায় কিছু রুলস আছে। তবে জাতীয় খেলা বা যেকোনো বড় খেলাতে বি-২ এবং বি-৩ ক্যাটাগরিতে যাদের নেওয়া হচ্ছে তারা মোটামুটি এক চোখে দেখতে পায়। এজন্য আমরা যারা প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী, তারা খেলা থেকে বঞ্চিত হচ্ছি।”

জাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন নাজিম হোসেন বলেন, “আমরা এই টুর্নামেন্টটি আয়োজন করেছি, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙ্গে না পড়েন এবং এখান থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। আমাদের এ আয়োজনে সহযোগিতা করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”

‘ইনক্লুসিভ-জেইউ’ একটি নতুন উদ্যোগ, যা দৃষ্টি প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা ও ক্ষমতায়নে কাজ করছে।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব র ব ল ইন ড ক র ক ট ট ম র

এছাড়াও পড়ুন:

মেসির ইন্টার মায়ামি ছাড়ার গুঞ্জন  

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি ছাড়তে পারেন লিওনেল মেসি। আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লিগে খেলে বিশ্বকাপের জন্য ভালো মতো প্রস্তুত হতে এমন সিদ্ধান্ত নিতে পারেন সর্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি। 

ফুটবল বিষয়ক ক্রীড়া সাংবাদিক এস্তেবান এডুল এমনই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা আপাতত স্থগিত রেখেছেন মেসি। তবে ফুটবল দলবদল বিশেষজ্ঞা সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছে, দুই পক্ষই চুক্তি নবায়নে আগ্রহী এবং আশাবাদী। 

ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি চলতি বছরের শেষ পর্যন্ত। আগামী ডিসেম্বরে যা শেষ হয়ে যাবে। যদিও শর্তে এক বছরের ঐচ্ছিক চুক্তির কথা আছে। ওই অনুযায়ী, মেসি চাইলে মায়ামিতে আরও এক বছর থেকে  যেতে পারেন। তবে মেসি সেটা নাও করতে পারেন। 

এর পেছনে অন্যতম কারণ মেজর লিগের (এমএসএল) দীর্ঘ ছুটি। যুক্তরাষ্ট্রের লিগ অক্টোবরে শেষ হয়ে যায়। নতুন মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি-মার্চে। যার অর্থ প্রায় চার মাসের ছুটি। ওই সময়টায় ফিট থাকতে এবং সেরা ছন্দ নিয়ে বিশ্বকাপে যেতে ফ্রি এজেন্টে মেসি অন্য কোন ক্লাবে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।   

এর আগে গুঞ্জন বেরিয়েছিল, মেসি ২০২৫ মৌসুম শেষে তিন মাসের জন্য বার্সেলোনায় যোগ দিতে পারেন। খুবই সামান্য বেতনে বার্সায় খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতির পাশাপাশি বার্সা ভক্তদের সামনে থেকে বিদায় নিতে পারেন তিনি। বার্সাও নাকি মেসিকে দারুণ একটা বিদায় উপহার দেওয়ার পরিকল্পনা করে রেখেছে। আবার তিন মাসের ছুটিতে শৈশবের ক্লাব ওল্ড বয়েজেও যেতে পারেন তিনি।

তবে সাংবাদিক ফ্যাবরিজিও জানিয়েছেন, মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত। বাস্তবতা হচ্ছে, এরপর দুইপক্ষই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। সেজন্য সময় বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া নেওয়া হবে।’ 

সম্পর্কিত নিবন্ধ

  • বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (২ জুলাই ২০২৫)
  • জাবিতে গাছ উপড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ 
  • গাছ উপড়ে ফেলার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ
  • মেসির ইন্টার মায়ামি ছাড়ার গুঞ্জন  
  • গাছ কাটার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি
  • জাবিতে ফের উপড়ে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও উপড়ে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
  • মহানবী (সা.)-কে কটুক্তি: জাবি শিক্ষার্থীকে বহিষ্কার করে তদন্ত কমিটি
  • মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাময়িক বহিষ্কার