জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ‘ব্লাইন্ড ক্রিকেট-২০২৫’ শীর্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাবি ব্লাইন্ড টিমের বিপরীতে জাবি ব্লাইন্ড টিম ৫৬ রানে জয়ী হয়।

শনিবার (১৭ মে) ‘ইনক্লুসিভ-জেইউ’ এর আয়োজনে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘ব্লাইন্ড ক্রিকেট-২০২৫’ উদ্বোধন করেন জাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

প্রীতি ক্রিকেট ম্যাচে বি-১, বি-২ ও বি-৩ এই তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই করা হয়। এদের মধ্যে বি-১ ক্যাটাগরির খেলোয়াড়েরা সম্পূর্ণ দৃষ্টিহীন, তারা কিছুই দেখতে পান না। বি-২ ক্যাটাগরির খেলোয়াড়েরা ২ মিটার থেকে ৪ মিটার পর্যন্ত দেখতে পারেন। বি-৩ ক্যাটাগরির খেলোয়াড়েরা ৬ মিটার থেকে ১৫ মিটার দূরত্ব পর্যন্ত দেখতে পারেন।

আরো পড়ুন:

বাকৃবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা দোকানির

সাম্য হত্যায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের সিদ্ধান্ত

প্রীতি ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্লাইন্ড ক্রিকেট টিম। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৮ উইকেটে ২০০ রান সংগ্রহ করে। জবাবে ২০১ রানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লাইন্ড ক্রিকেট টিম ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেন। এতে জাবি ব্লাইন্ড টিম ৫৬ রানের বিশাল জয় পায়।

জাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন নাহিদ। ঢাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মোকাররম। 

এর আগে, খেলার উদ্বোধনকালে জাবি উপ-উপাচার্য অধ্যাপক ড.

সোহেল আহমেদ বলেন, “ জাবির কেন্দ্রীয় খেলার মাঠে এ রকম একটি আয়োজনকে আমি একটি অনেক বড় অগ্রগতি হিসেবেই দেখছি। আমার ১৯ বছরের কর্মজীবনে এই প্রথম একটি চমৎকার আয়োজন দেখলাম এবং এর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত  আনন্দিত।”

তিনি বলেন, “জাবির বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার আদায় সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। লেখাপড়া, গান, কবিতা, খেলাধুলা, নৃত্য ইত্যাদি সকল ক্ষেত্রে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা যেন ভালো করে, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।”

ঢাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন মাহবুব মোর্শেদ বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদেরও বিনোদনের অধিকার আছে। প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, তারা ব্লাইন্ড ক্রিকেটটা খেলতে পারছে না। এই খেলায় কিছু রুলস আছে। তবে জাতীয় খেলা বা যেকোনো বড় খেলাতে বি-২ এবং বি-৩ ক্যাটাগরিতে যাদের নেওয়া হচ্ছে তারা মোটামুটি এক চোখে দেখতে পায়। এজন্য আমরা যারা প্রকৃত দৃষ্টি প্রতিবন্ধী, তারা খেলা থেকে বঞ্চিত হচ্ছি।”

জাবির ব্লাইন্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন নাজিম হোসেন বলেন, “আমরা এই টুর্নামেন্টটি আয়োজন করেছি, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙ্গে না পড়েন এবং এখান থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। আমাদের এ আয়োজনে সহযোগিতা করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”

‘ইনক্লুসিভ-জেইউ’ একটি নতুন উদ্যোগ, যা দৃষ্টি প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা ও ক্ষমতায়নে কাজ করছে।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব র ব ল ইন ড ক র ক ট ট ম র

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংক টেলার পদে নিয়োগ, স্নাতক পাসে আবেদন

বেসরকারি ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘টেলার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের বিবরণ

পদের নাম: টেলার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।
ন্যূনতম স্নাতক বা পাস কোর্স যেকোনো বিষয়ে সিজিপিএ–৪–এর স্কেলে ২.৫০–এর নিচে নয় বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য। এসএসসি ও এইচএসসিতে ৫–এর মধ্যে সিজিপিএ–৩ বা সমমানের থাকতে হবে।

অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়

নিবেদিত ও স্বপ্রণোদিত হতে হবে।

শক্তিশালী যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলা ও লেখার ক্ষমতা থাকতে হবে।

কম্পিউটার চালনায় দক্ষতা ও বিশ্লেষণ দক্ষ হতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।
কর্মক্ষেত্র: অফিস।
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুনচাকরির ইন্টারভিউ প্রস্তুতিতে এবার ভিআর প্রযুক্তি৫ ঘণ্টা আগে

আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫।

আরও পড়ুনগণপূর্ত অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ৬৬৯২৯ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ অক্টোবর ২০২৫)
  • সীমান্ত ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে
  • পাঠকের ছবি (২ অক্টোবর ২০২৫)
  • দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • আজ টিভিতে যা দেখবেন (২ অক্টোবর ২০২৫)
  • এভারকেয়ার হাসপাতালে বিশ্ব হার্ট দিবস ২০২৫ পালন
  • অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • একাদশে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেলেন ৬০ শিক্ষার্থী
  • বেসরকারি ব্যাংক টেলার পদে নিয়োগ, স্নাতক পাসে আবেদন
  • জাহাঙ্গীরনগরের সামিয়া ইসলামের তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন অক্সফোর্ডকেই বেছে নিলেন