ব্রিটিশ পরিবহন সংস্থা ‘মেগাবাস’ সম্প্রতি তাদের বাসগুলোয় যাত্রীদের ফেলে যাওয়া বেশ কিছু অদ্ভুত ধরনের সব সামগ্রীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে খড়ের আঁটি, হিমায়িত টার্কি, রান্নার কড়াই, কৃত্রিম দাঁতের পাটিসহ আরও কত কী।

এ বছরের মে মাসে মেগাবাসের সিটে পাওয়া গেছে উইনি দ্য পুহ কার্টুন চরিত্রের খেলনা, এক কৌটা মধু, গিটার, জনপ্রিয় ব্যান্ড রেডিওহেডের ভিনাইল রেকর্ড, ইনসুলিন, ইলেকট্রিক রেজর, মার্কিন গায়ক নেইল ডায়মন্ডের সিডি, এক পাটি জুতা, পুরোনো কয়েন ও ডাকটিকিটের একটি সংগ্রহ। সামগ্রীগুলো যাত্রীরা ভুলে বাসে ফেলে গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে এসবের চেয়ে আরও বিচিত্র ও অস্বাভাবিক কিছু জিনিস আগের বছরগুলোয় মেগাবাস উদ্ধার করেছে। এর মধ্যে আছে তিনটি খড়ের আঁটি, পারিবারিক বংশতালিকার নথিপত্র, হিমায়িত টার্কি, এক পাটি কৃত্রিম দাঁত, রান্নার কড়াই, একাধিক জুতা ও মোজা। অদ্ভুত তালিকাটি মেগাবাসের হারানো মালপত্র বিভাগের কাজের চমকপ্রদ দিকগুলো তুলে ধরে।

মেগাবাস জানায়, তাদের কাছে রিপোর্ট করা হারানো জিনিসের প্রায় ৯৫ শতাংশই শেষ পর্যন্ত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু যেসব জিনিস ২৮ দিনের মধ্যে দাবি করা হয় না, সেগুলো নিয়মমাফিক দাতব্য সংস্থায় দান করা হয়। ফলে হারানো জিনিসগুলো নতুন কোনো কাজে লাগানোর সুযোগ তৈরি হয়।

মেগাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো যাত্রী বাসে কোনো মালপত্র হারান, তবে দ্রুত প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে জানানো উচিত। এতে মালিকের কাছে মালপত্র ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ হয় ও যাত্রীরা তাঁদের মূল্যবান জিনিসপত্র ফেরত পেতে পারেন।

এ ধরনের বিচিত্র মালপত্রের তালিকা মেগাবাসের কর্মীদের জন্যও এক অবিশ্বাস্য অভিজ্ঞতা, যা প্রতিনিয়ত তাঁদের কাজে নতুন চ্যালেঞ্জ যোগ করছে। একই সঙ্গে তাঁদের এ উদ্যোগ যাত্রীদের মধ্যেও বিশ্বাস ও সন্তুষ্টি বাড়াতে সাহায্য করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম লপত র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ