শুধু জেল জরিমানা দিয়ে মাদক নিয়ন্ত্রন আনা সম্ভব না : ডিসি
Published: 26th, June 2025 GMT
মাদকদ্রব্যে অপব্যবহার অবৈধ পাচারবিরোধী অন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর শুরুতেই সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে এক আলোচনা সভা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রসিকিউটর ফৌজিয়া মুবাশ্বেরাহ নীলিম সঞ্চালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মো বাহাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল, ডা.
এ সময় ডিসি প্রধান অতিথির বক্তব্যে মাদকের নিয়ন্ত্রণ বিষয়ে বলেন, আমাদের সন্তানেররা কেনো মাদকে আসক্ত হচ্ছে, কেনো মাদকের অবদা বিচরণ। মাদকের এখন ওপেন মার্কেট। ওপেন মার্কেটে দেখবেন যার ডিমান্ড আছে সেটা আসবে এই ডিমান্ড সৃষ্টি হলো কেনো।
এই ডিমান্ড যদি হ্রাস করতে না পারি তাহলে শুধু জেল জরিমানা দিয়ে মাদক নিয়ন্ত্র আনা সম্ভব না। মাদকের যে ডিমান্ড সেটি হ্রাস করতে হবে। এই বিষয় আমাদের সচেতন হতে হবে। মাদেকের খারাপ বিষয় গুলো তুলে ধরতে হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।