‘মাথায় সমস্যা’র চিকিৎসা নিতে এসে চিকিৎসকের ওপর চড়াও, ধরে দেওয়া হলো থানায়
Published: 27th, June 2025 GMT
‘মাথায় সমস্যা’ দেখা দেওয়ায় নারায়ণগঞ্জ থেকে এক তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন তাঁর মা–বাবা। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে আরিফ হোসেন নামের ওই তরুণকে নিউরোসার্জারির চিকিৎসক দেখাতে আনা হয়। সমস্যার বিষয়ে জানতে চাইলে আরিফ চিৎকার করে চিকিৎসকের ওপর চড়াও হন। এরপর ওই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, আরিফ ওই চিকিৎসকের ওপর চড়াও হলে তার প্রতিবাদে নিউরোসার্জারি ওয়ার্ডের অন্য চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করে দেন। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেন, আরিফ হোসেনকে ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হবে।
আরিফ (১৮) সপরিবার নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিমপুর খিল মার্কেট এলাকায় থাকেন। তিনি সেখানে একটি প্রিন্টিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন তাঁর বাবা তাজউদ্দীন ও মা শিল্পী বেগম। ঘটনার পর তাঁরা হাসপাতালের পরিচালককে বলেন, নারায়ণগঞ্জের একজন চিকিৎসকের পরামর্শে তাঁরা ছেলেকে এই হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসক দেখাতে এবং সিটি স্ক্যান করাতে এসেছিলেন।
আরিফের অভিভাবকেরা জানান, এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ এলাকায় তাঁদের ছেলে মারধরের শিকার হয়েছিলেন। তার পর থেকে মাথায় সমস্যা দেখা দেয়। তিনি ঠিকমতো কথা বলেন না, হঠাৎ রেগে যান। সেই ঘটনার পর থেকে চিকিৎসক দেখাচ্ছেন। এই কথা শোনার পর ও কাগজপত্র দেখে চিকিৎসকেরা শান্ত হন এবং কাজে ফিরে যান। ফলে ওয়ার্ডের চিকিৎসাসেবা পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. আসাদুজ্জামান তখন বলেন, আরিফের মা-বাবা হাসপাতালে এসেই চিকিৎসককে এ কথা কেন জানালেন না। তাহলে তো এমন অপ্রীতিকর ঘটনা ঘটত না।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ চ ক ৎসক র সমস য
এছাড়াও পড়ুন:
জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নীতিগ্রস্থ হবে না : জোসেফ
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদল নেতা এ কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, জনগন হলো সকল ক্ষমতার মালিক। জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নিতীগ্রস্থ হবে না। জুলাই আন্দোলনের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে তা ইতিহাসের বিরল।
আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে। পরিশেষে তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা হল রুমে ২১ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ২০২৫ইং বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষা উত্তীর্ন শিক্ষার্থীদের সম্মননা স্মরক প্রদান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আতিকুল্লাহ সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় সম্মননা স্মারক প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এড: শিপলু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, ২২ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি নজরুল ইসলাম, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা সেলিম, লিটন, এমারত, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা কাজী সোহাগ, সেলিম ও বন্দর উপজেলা য্বুদলের সাবেক প্রচার সম্পাদক আশাবুদ্দিনসহ উল্লেখিত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।