অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থবিরোধী পদক্ষেপের কথা বলছে: প্রিন্স
Published: 28th, June 2025 GMT
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ বিরোধী কতগুলো পদক্ষেপের কথা বলছে। রাখাইনে করিডোর দেওয়া, নিউমুরিংসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া এছাড়াও স্টারলিংক এর সাথে চুক্তি করেছে, সমরাস্ত্র কারখানার অনুমতি দিয়েছে।
শুক্রবার (২৭ জুন) দুপুরে সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাম্রাজ্য বিরোধী দেশ প্রেমিক জনগণের ব্যানারে রোড মার্চ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের হৃদপিণ্ড। এখানে যদি কোন বিদেশি শক্তি আসার সুযোগ পায়। তারা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। আগামীকাল পর্যন্ত আমাদের রোডমার্চ চলবে, এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিতে হবে। কিন্তু সরকার যদি কর্মকাণ্ড বন্ধের ঘোষণা না দেয়। তাহলে আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেব।
রোড মার্চ কর্মসূচির চার দফা দাবি তুলে ধরে তিনি বলেন, নিউমুরিংসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না। রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা করতে হবে। রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে, স্টারলিংক, সমরাস্ত্র কারখানা, করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে।
মার্কিন, ভারতসহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশগুলোর সাথে আওয়ামী ফ্যাসিবাদী সরকারসহ বিগত সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ করতে হবে ও জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিল করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মফিজুর রহমান লালটু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক বিপ্লব, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার আইন বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বাবুল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সোনারগাঁ উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বাসদের সোনারগাঁ উপজেলার আহবায়ক বেলায়েত হোসেন প্রমুখ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও সরক র ন র য়ণগঞ জ সরক র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচন : বিজয়ীদের ইসলামী আন্দোলন‘র শুভেচ্ছা ও অভিনন্দন
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল বিজয় লাভ করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এক বিবৃতিতে বিজয়ী প্যানেলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাদ জানান।
নেতৃদ্বয় বলেন, নির্বাচিত প্যানেল যাতে আগামীতে সুন্দরভাবে তাদের কার্যক্রম আঞ্জাম দিতে পারে সেই শুভকামনা রইল।
আজ শুক্রবার (২৭ জুন) প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে মাসুদ-পন্টি প্যানেলের ১১ প্রার্থীই বিজয়ী হন।