পার্বত্য চট্টগ্রামে আপত্কালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও অর্থ বরাদ্দে অনিয়ম এবং বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে বিক্ষুব্ধ ত্রিপুরা-মারমা সচেতন নাগরিক সমাজের ব্যানারে খাগড়াছড়ির শাপলা চত্বর মুক্ত মঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কণ চাকমা আপত্কালীন পরিস্থিতির মোকাবিলার খাদ্যশস্য ও অর্থ নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বরাদ্দ দিচ্ছেন। এতে বৈষম্য হচ্ছে। বিক্ষোভ মিছিলে বৈষম্যমূলক বণ্টনের জন্য প্রতিবাদ জানানো হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্মসচিব কঙ্কণ চাকমাকে পদ থেকে অপসারণ করা না হলে বিক্ষুব্ধ জনগোষ্ঠী রাজপথে নামতে বাধ্য হবে এবং অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমার সভাপতিত্বে বক্তব্য দেন সরোজ কান্তি ত্রিপুরা, আব্রে মারমা, উজ্জ্বল মারমা, মউক্রাচিং মারমা, অংগ্য মারমা, চাইহ্লাপ্রু মারমা প্রমুখ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

লিবিয়ায় দালাল চক্রের আস্তানায় দিপু, টাকা দিলে থামে নির্যাতন

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ