খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণের দাবিতে বিক্ষোভ
Published: 29th, June 2025 GMT
পার্বত্য চট্টগ্রামে আপত্কালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও অর্থ বরাদ্দে অনিয়ম এবং বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে বিক্ষুব্ধ ত্রিপুরা-মারমা সচেতন নাগরিক সমাজের ব্যানারে খাগড়াছড়ির শাপলা চত্বর মুক্ত মঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কণ চাকমা আপত্কালীন পরিস্থিতির মোকাবিলার খাদ্যশস্য ও অর্থ নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বরাদ্দ দিচ্ছেন। এতে বৈষম্য হচ্ছে। বিক্ষোভ মিছিলে বৈষম্যমূলক বণ্টনের জন্য প্রতিবাদ জানানো হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্মসচিব কঙ্কণ চাকমাকে পদ থেকে অপসারণ করা না হলে বিক্ষুব্ধ জনগোষ্ঠী রাজপথে নামতে বাধ্য হবে এবং অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমার সভাপতিত্বে বক্তব্য দেন সরোজ কান্তি ত্রিপুরা, আব্রে মারমা, উজ্জ্বল মারমা, মউক্রাচিং মারমা, অংগ্য মারমা, চাইহ্লাপ্রু মারমা প্রমুখ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় দুটি বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন
নেত্রকোনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত তিনটার দিকে নেত্রকোনা সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
এতে প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ ও শিক্ষকদের একটি কক্ষ পুড়ে গেছে। আগুনে মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের দরজা আংশিক পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও বিদ্যালয়সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে দুর্বৃত্তরা উপজেলার মদনপুর ইউনিয়নের মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রায় একই সময়ে সাজিউড়া মফিলা ফয়েজ আদর্শ উচ্চবিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে টের পেয়ে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু ততক্ষণে আধা পাকা প্রাথমিক বিদ্যালয়টি পুড়ে যায়। তবে মাধ্যমিক বিদ্যালয়ের আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষতি হয়নি। খবর পেয়ে আজ সোমবার সকালে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।
মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম জানান, বিদ্যালয়টি পুড়ে যাওয়ায় আজ শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রাখা হয়েছে।
সাজিউড়া মফিলা ফয়েজ আদর্শ উচ্চবিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের দরজা আংশিক পুড়ে যায়