চুক্তি শেষ হওয়ায় ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আজ ছেড়ে যাচ্ছে সাইফ পাওয়ার টেক। আগামীকাল সোমবার থেকে টার্মিনাল পরিচালনা করবে নৌবাহিনী। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় সরাসরি নৌবাহিনীকে না দিয়ে তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই এটির অবস্থান।

চট্টগ্রাম বন্দরের সচিব মো.

ওমর ফারুক জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। আজ রোববার ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ। একই দিন সাইফ পাওয়ার টেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে। সোমবার থেকে নৌবাহিনীর মাধ্যমে এটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক।

চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল আছে। এগুলো হলো– চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), জেনারেল কার্গো বার্থ (কনটেইনার ও বাল্ক-জিসিবি) এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)। চট্টগ্রাম বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হওয়া ৩২ লাখ টিইইউস কনটেইনারের মধ্যে ৪৪ শতাংশ এককভাবে পরিচালনা হয়েছে এনসিটি থেকেই।

উৎস: Samakal

কীওয়ার্ড: পর চ ল এনস ট

এছাড়াও পড়ুন:

রাকসু নির্বাচন: মন্নুজান হলে ভিপি সুমাইয়া, জিএস তন্নী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় মন্নুজান হল কেন্দ্র ও হল সংসদের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

আরো পড়ুন:

রাকসু নির্বাচন: ভিপি, জিএস, এজিএস পদে ১ কেন্দ্রে এগিয়ে যারা

রাকসু নির্বাচনের ফল আসতে ১৫ ঘণ্টা লাগতে পারে: রাবি উপাচার্য

মন্নুজান হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন সুমাইয়া জাহান। তিনি পেয়েছেন ১ হাজার ৫৫টি ভোট। জিএস নির্বাচিত হয়েছেন তাসমিয়া জাহান তন্নী, যার ভোট ৯১২টি। এজিএস পদে সাবিনা ইয়াসমিন পেয়েছেন ১ হাজার ৫টি ভোট।

কেন্দ্রীয় সংসদে মন্নুজান হল কেন্দ্রে এগিয়ে যারা

এ কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর চেয়ে চার গুণ বেশি ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী।

ছাত্রশিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ মন্নুজান হল কেন্দ্রে ভোট পেয়েছেন ৯৭২টি। আর ছাত্রদলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ২৩৬টি ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসিন খান পেয়েছেন ১৭৩টি ভোট।

এই হলে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পেয়েছেন ৮৪১টি ভোট। শিবিরের ফাহিম রেজা ৪৯৫টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আর ৮৯টি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী নাফিউল ইসলাম জীবন।

এজিএস পদে শিবিরের সালমান সাব্বির পেয়েছেন ৫৫৩টি ভোট। ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮টি ভোট।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, দ্বীপ মাহবুব (৪৭৮), তামান্না আক্তার (৪৫৯), ইমতিয়াজুল হক জালালী (৪০১) ও হাবিবুর রহমান (৩৬১)।

সিনেট প্রতিনিধি পদে এ হলে জুয়েল রানা ১২০টি, আরিফুল ইসলাম ১১৮টি, রাহুল আগারওয়াল ১১২টি, সাজ্জাদ হোসেন ৯৯টি ও জুনাইদ ৮৬টি ভোট পেয়েছেন।

ঢাকা/কেয়া/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ