উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
Published: 16th, November 2025 GMT
রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে এবং কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি ঘটনায়ই কেউ হতাহত হয়নি। রিজওয়ানা হাসান ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এর আগে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে ঘিরে সারাদেশে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত
গোপালগঞ্জে ট্রাক চাপায় হাশেম শেখ (৬০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম-আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষকের
নিহত হাসেম শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের এদোন শেখের ছেলে।
এসআই শামীম-আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মাদারীপুর জেলার টেকেরহাট যাচ্ছিল। এ সময় ট্রাকটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়ে একটি ইজিবাইকে চাপা দিলে এর চালক হাসেম শেখ গুরুতর আহত হন।
তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঢাকা/বাদল/মেহেদী