ওষুধশিল্পে নিয়োজিত পেশাজীবী কর্মকর্তাদের সংগঠন ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ক্লাব লিমিটেড (পিইসিএল) ২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। খবর বিজ্ঞপ্তির

১৯ সদস্যের এই কমিটিতে এসিআই পিএলসির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম মহিবুজ জামান সভাপতি এবং নেভিয়ান লাইফ সায়েন্সের (ভূতপূর্ব নোভারটিস বাংলাদেশ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নকিবুর রহমান মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।

গত ২১ নভেম্বর ঢাকার লেকশোর হোটেলে অনুষ্ঠিত ২১তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন হয়। ২৯ নভেম্বর ক্লাবটির মহাখালী কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি মোহাম্মদ হালিমুজ্জামান (হেলথকেয়ার), সহসভাপতি সৈয়দ এ বি তাহমিদ (সাইনোভিয়া ফার্মা) এবং কোষাধ্যক্ষ শাহনাজ পারভীন (ইনসেপ্‌টা)।

নির্বাহী সদস্যরা হলেন আফসার উদ্দিন আহমেদ (বেক্সিমকো), ডা.

রেজা মো. সামিউল হাসান (এমএসপি), মো. ইফতেখারুল ইসলাম, মমিনুল হাসান (র‍্যাংগস), মো. মিজানুর রহমান (স্কয়ার), নাজমুল হোসেন (ইউনিমেড), এ কে এম আহসান উল্লাহ (গ্লোবাল ফার্মা), মোহাম্মদ শরিফুল ইসলাম (হামদর্দ), ব্রাহ্মর্পন পিকাসো (একমি), ডা. মো. মুজাহিদুল ইসলাম (এসকেএফ), এস এম নূর হোসেন (ল্যাবএইড), তপন কুমার রায় (ফার্মাশিয়া), মো. তানবীর সাজিব (রেনাটা) এবং মোহাম্মদ আশরাফুল আলম (রেডিয়েন্ট)।

নকিবুর রহমান, মহাসচিব

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সভাপতি জামায়াতের, সাধারণ সম্পাদকসহ ১০ পদে বিএনপি জয়ী

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জামায়াত ইসলামী–সমর্থিত বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল প্যানেলের আবদুল মোমিন ফকির। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে বিএনপি-সমর্থিত প্যানেল।

গতকাল শনিবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত জেলা আইনজীবী ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমান ভোটের ফলাফলের এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের বিপরীতে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গ্রন্থাগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিরীক্ষা সম্পাদক এবং তিনটি সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয়টি পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জামায়াত–সমর্থিত প্যানেল থেকে কেবল সভাপতি পদে আবদুল মোমিন ফকির নির্বাচিত হয়েছেন। বিএনপি-সমর্থিত প্যানেল সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদেই জয় পেয়েছে। খায়রুল আহসান সাখিদার সহসভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বিপিএলে ফিক্সিং রোধে প্রতিটি দলের সঙ্গে থাকবেন দুজন সিআইডি সদস্য
  • ১১ ব্যবসায়ীকে সম্মাননা দিল বিজিএপিএমইএ  
  • ১৭০ আসনে জেএসডির প্রার্থী ঘোষণা, আ স ম আবদুর রবের আসনে প্রার্থী তাঁর স্ত্রী
  • সভাপতিসহ ১০ পদে বিএনপি জয়ী, জামায়াত ৩টিতে
  • সভাপতি জামায়াতের, সাধারণ সম্পাদকসহ ১০ পদে বিএনপি জয়ী
  • বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
  • সেলিমা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ