ভিমরুলের চাকে ঢিল ছোড়ার পরিণাম কী হতে পারে টের পেল আর্মেনিয়া!

জিতলেই বিশ্বকাপ, পোর্তোতে বিশ্বকাপ বাছাইপর্বের এমন ম্যাচে পর্তুগাল আজ এগিয়ে যায় ৭ মিনিটেই। ১১ মিনিট পর পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে গোল শোধ করে দেয় পুঁচকে আর্মেনিয়া। আর ওই গোলটি করে কী ভুলই না করল ককেশিয়ান দেশটি। লাল কার্ড দেখে নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই খেলা পর্তুগাল এরপর কী নির্মম ফুটবলই না খেলল, জিতল ৯-১ গোলে। আর তাতেই নিশ্চিত হয় ২০২৬ সালে নবমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে পর্তুগাল।

পর্তুগালের জয়ে আজ হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস। অন্য তিনটি গোল রেনাতো ভেইগা, গনসালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাওয়ের।
‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সরাসরি বিশ্বকাপে গেল পর্তুগাল। ছয় ম্যাচের চারটিতে জেতা পর্তুগালের পয়েন্ট ১৩।

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের এটি দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বড় জয়টা ৯-০ গোলের। ২০২৩ সালে ইউরোর বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে সেই জয় পেয়েছিল পর্তুগিজরা।

বিস্তারিত আসছে…

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প পর ত গ ল

এছাড়াও পড়ুন:

৯–১ গোলে জিতে নবমবারের মতো বিশ্বকাপে রোনালদোর পর্তুগাল

ভিমরুলের চাকে ঢিল ছোড়ার পরিণাম কী হতে পারে টের পেল আর্মেনিয়া!

জিতলেই বিশ্বকাপ, পোর্তোতে বিশ্বকাপ বাছাইপর্বের এমন ম্যাচে পর্তুগাল আজ এগিয়ে যায় ৭ মিনিটেই। ১১ মিনিট পর পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে গোল শোধ করে দেয় পুঁচকে আর্মেনিয়া। আর ওই গোলটি করে কী ভুলই না করল ককেশিয়ান দেশটি। লাল কার্ড দেখে নিষিদ্ধ ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই খেলা পর্তুগাল এরপর কী নির্মম ফুটবলই না খেলল, জিতল ৯-১ গোলে। আর তাতেই নিশ্চিত হয় ২০২৬ সালে নবমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে পর্তুগাল।

পর্তুগালের জয়ে আজ হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস। অন্য তিনটি গোল রেনাতো ভেইগা, গনসালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাওয়ের।
‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সরাসরি বিশ্বকাপে গেল পর্তুগাল। ছয় ম্যাচের চারটিতে জেতা পর্তুগালের পয়েন্ট ১৩।

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের এটি দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বড় জয়টা ৯-০ গোলের। ২০২৩ সালে ইউরোর বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে সেই জয় পেয়েছিল পর্তুগিজরা।

বিস্তারিত আসছে…

সম্পর্কিত নিবন্ধ