‘গুস্তাখ ইশক’ দিয়ে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। বিভু পুরি পরিচালিত মিউজিক্যাল রোমান্টিক ছবিটিতে দেখা যাবে অভিনেতা বিজয় ভার্মা ও ফাতিমা সানা শেখের হৃদয়গ্রাহী রসায়ন। গত সোমবার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে মুক্তি পেয়েছে ‘গুস্তাখ ইশক’-এর ট্রেলার। ছবিতে আরও আছেন নাসিরুদ্দিন শাহ। ছবির গানও যে উপভোগ্য হবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, এই ছবির সংগীত পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ আর কথা লিখেছেন গুলজার।

ফাতিমা সানাকে সাধারণত বহু তারকা–সংবলিত ছবিতে দেখা যায়। কয়েক মাস আগেই যেমন অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’তে দেখা গিয়েছিল। কিন্তু ‘গুস্তাখ ইশক’–এ তিনিই মূল নায়িকা। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে নিজের অভিনয়যাত্রা নিয়ে সানা বলেন, ‘নানা ধরনের চরিত্রে কাজ করেছি। ছোটবেলা থেকেই অভিনয় শুরু করেছিলাম, তখন ছিলাম শিশুশিল্পী। আগে ইন্ডাস্ট্রিতে একটা ভুল ধারণা ছিল যে শিশুশিল্পী নায়িকা হতে পারে না। ক্রমাগত অডিশন দিতে থাকতাম, যাতে সেই ধারণা ভাঙতে পারি।’

ফাতিমা সানা শেখ ও বিজয় ভার্মা। ছবি: ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজধানীর বছিলায় পেট্রলবোমাসহ একজনকে আটক করেছে র‍্যাব

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে মো. ফেরদৌস নামের একজনকে আটক করেছে র‌্যাব–২। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি পেট্রলবোমা, একটি সামুরাই, একটি গ্যাস লাইটার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ রোববার বিশেষ অভিযানে বছিলা গার্ডেন সিটির তুরাগ নদীর সীমানা পিলারের কাছে তাঁকে আটক করা হয়। ফেরদৌসের বাড়ি ভোলার দুলারহাটে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় থাকেন।

র‌্যাব–২ দাবি করেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঘোষিত ‘লকডাউনকে’ কেন্দ্র করে মোহাম্মদপুরের তিন রাস্তায়, রায়েরবাজার এলাকা ও আশপাশের এলাকায় নাশকতা করার উদ্দেশ্যে ফেরদৌস ও তাঁর সহযোগীরা জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। প্রাথমিক যাচাই–বাছাইয়ে তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

সম্পর্কিত নিবন্ধ