নাটোর শহরের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জুলাই পদযাত্রার ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতকারীরা। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ দুপুর ১২টার পর কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা শুরু হওয়ার কথা আছে।

এনসিপির নাটোর জেলা সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, আজকের পদযাত্রা কর্মসূচি উপলক্ষে গতকাল রাত ১২টা পর্যন্ত দলের পক্ষ থেকে শহরের স্টেশনবাজার, এনএস কলেজ চত্বর, কানাইখালী ও মাদ্রাসা মোড়ে বিপুলসংখ্যক ব্যানার ও ফেস্টুন ঝোলানো হয়। সকালে দেখা যায়, কেন্দ্রীয় নেতাদের ছবিসংবলিত অনেকগুলো ব্যানার, ফেস্টুন ছিঁড়ে কেটে ফেলা হয়েছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ প্রচার করা হলে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এনসিপির নাটোর জেলার যুগ্ম সমন্বয়কারী তওফিক নিয়াজ বলেন, ‘নব্য ফ্যাসিবাদী শক্তি এই ঘৃণ্য কাজ করতে পারে। একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা যখন নাটোরে আসছেন, তখন এ ধরনের কর্মকাণ্ড জেলার অন্য রাজনীতিবিদদের সম্পর্কে খারাপ ধারণা ছড়াবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো অভিযোগ করা হয়নি। তবে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। যেকোনো অভিযোগ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প র পদয ত র

এছাড়াও পড়ুন:

গাজায় বাসে ইসরায়েলি সেনাদের হামলায় একই পরিবারের ১১ জন নিহত

উত্তর গাজায় একটি বাসের ওপর ইসরায়েলি ট্যাঙ্কের হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। গাজার হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বিভাগ শনিবার এ তথ্য জানিয়েছে।

শুক্রবার রাতে গাজা শহরের জেইতুন এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় পরিবারটি তাদের বাড়িতে ফেরার চেষ্টা করছিল।

আট দিন আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি গাজায় ইসরায়েলি সেনাদের সবচেয়ে মারাত্মক ঘটনা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সেনারা একটি ‘সন্দেহজনক গাড়ি’ লক্ষ্য করে গুলি চালিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নিহতরা আবু শাবান পরিবারের সদস্য এবং এলাকায় ‘তাদের বাড়ি খোঁজার চেষ্টা করার সময়’ তাদের মৃত্যু হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা অনুসারে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

হামাস জানিয়েছে, পরিবারটিকে কোনো যুক্তি ছাড়াই লক্ষ্যবস্তু করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ