লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও হাজত থেকে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়া ঘটনায় বিএনপির আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় করা মামলায় এ নিয়ে ১৪ আসামিকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাটগ্রাম পৌর এলাকার থানাপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম এবং উপজেলার দহগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান। এর আগে একই মামলায় আরও এজাহারভুক্ত ও সন্দেহভাজনসহ ১২ জনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। তাঁদের মধ্যে অধিকাংশই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।

আরও পড়ুনছিনিয়ে নেওয়া এক আসামিসহ পাঁচজন গ্রেপ্তার০৬ জুলাই ২০২৫

২ জুলাই রাতে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পরদিন রাতে পাটগ্রাম থানার উপপরিদর্শক হামিদুর রহমান বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি সম্পদের ক্ষতি, চুরি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, থানা-পুলিশের করা মামলায় গত চার দিনে ১৪ আসামিকে করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুনপাটগ্রামে ‘উদ্ধারে যেতে না দিতে’ হাতীবান্ধা থানাও অবরুদ্ধ করেন বিএনপির নেতা-কর্মীরা০৪ জুলাই ২০২৫আরও পড়ুনহাতীবান্ধা থানা অবরুদ্ধ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ২০৫ জুলাই ২০২৫আরও পড়ুনপাটগ্রাম থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার০৫ জুলাই ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর আস ম ক ঘটন য় ব এনপ

এছাড়াও পড়ুন:

আর্মি নার্সিং কলেজে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রংপুর ক্যান্টনমেন্টের আর্মি নার্সিং কলেজে চারটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. লেকচারার

পদসংখ্যা: ২

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বিএনএমসির নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ অথবা নার্সিং রিলেটেড ফিল্ডে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা৬ ঘণ্টা আগে

২. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ২

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

অনূর্ধ্ব–৩৫ বছর।

বেতন–ভাতা

কলেজের বেতনকাঠামো অনুযায়ী।

আরও পড়ুনসকালের অ্যালার্ম, না ফোনভীতি? জেন–জিরা কর্মজীবনের চ্যালেঞ্জ জয় করবেন যেভাবে৪ ঘণ্টা আগেআবেদনের নিয়ম

অধ্যক্ষ, আমি নার্সিং কলেজ, রংপুর, রংপুর সেনানিবাস—ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদনপত্র কম্পিউটারে টাইপ করতে হবে।

আবেদন ফি

১ নম্বর পদের পরীক্ষার ফি ১,০০০ টাকা ও ২ নম্বর পদের আবেদন ফি ৫০০ টাকা। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩১ ডিসেম্বর ২০২৫

আরও পড়ুনসরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১০৪ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আর্মি নার্সিং কলেজে চাকরির সুযোগ
  • ইসরায়েল ৬০ দিনে ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, ৩৭৭ ফিলিস্তিনিকে হত্যা