‘রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়’—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশে সত্যিকারের নাগরিক অধিকার ও মর্যাদার রাষ্ট্র গড়তে এনসিপি যাত্রা শুরু করেছে।’

বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলতায়েবা মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ পথসভাটি এনসিপির ‘জুলাই পথযাত্রার’ নবম দিনের অংশ ছিল।

আখতার হোসেন বলেন, ‘উত্তরাঞ্চলের জেলাগুলো অতিক্রম করে এখন দক্ষিণাঞ্চলে পথসভা হচ্ছে। খুব অল্প সময়ের প্রস্তুতি থাকলেও প্রতিটি জায়গায় হাজারো মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই, যা সব ধর্ম ও শ্রেণির মানুষকে নিয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে। এতদিন কেউ তা করেনি। আমরা এক নতুন রাষ্ট্র বিনির্মাণে কাজ করছি, যেখানে মর্যাদার ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যারা গণহত্যা করেছে, তাদের বিচার হবেই। শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন—এমন তথ্য আন্তর্জাতিক মাধ্যমে এসেছে। তাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে একদিন ইতিহাসের কাছে জবাব দিতে হবে।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেন খুনি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করা হয়।’

বর্তমান সংবিধান প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘এই সংবিধানে মানুষের মৌলিক চাহিদা—খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কথা উল্লেখ নেই। আমরা চাই, আগামী সংবিধানে এগুলোর প্রতিফলন ঘটুক। এ দেশে মানুষের ভাত-কাপড়ের নিশ্চয়তা থাকবে, এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.

তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

এনসিপির নেতারা জানান, পথযাত্রার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় চালিয়ে যাবে দলটি। আগামীর বাংলাদেশ কেমন হবে—সেই রূপরেখা নিয়ে মানুষের মাঝে প্রত্যাশা ও বাস্তবতা তুলে ধরাই তাদের লক্ষ্য।

উৎস: Samakal

কীওয়ার্ড: আখত র হ স ন আলমড ঙ গ এনস প আখত র হ স ন ব যবস থ এনস প

এছাড়াও পড়ুন:

রাজনৈতিক দলগুলো চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘এই প্রজন্ম শেখ হাসিনাকে হঠাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণঅভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে। জনগণের সাথে প্রতারণা করেছে।’’

সোমবার (৭ জুলাই) রাতে পাবনার শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, ‌‘‘গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন দেশ গড়বো। দেশের তরুণরা যে গ্রাফিতি এঁকেছিল, সেই গ্রাফিতির মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সংবিধান লেখা হয়ে গেছে। বাংলাদেশের মানুষের আকাঙ্খার কথা লেখা হয়েছে। আগামীর সংবিধান আমরা-আপনারা সবাই একত্রে রচনা করবো। সেই সংবিধানের মধ্য দিয়েই বাংলাদেশ পরিচালিত হবে।’’

তিনি বলেন, “আমরা আগামীর সংবিধান রচনা করবো। সেই সংবিধানের মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। ৩ আগস্ট নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে গণ-মানুষের মুক্তির ইতিহাস জাতির সামনে প্রস্তাব করবো। সেদিন সবাইকে আসার আহ্বান রইলো।”

সভায় বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘বাংলাদেশের আকাশে সংকট ঘণীভূত হয়েছে। নির্বাচন তারাই পিছিয়ে দিয়েছে, যারা সংস্কার পিছিয়ে দিয়েছে। আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের রব তুলে নির্বাচনবিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে চাই। তবে সংস্কারসহ নির্বাচন দিতে হবে।’’

পথসভায় সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘‘আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি, উত্তরাঞ্চলের সকল জেলা পদযাত্রা শেষ করেছি, তখন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমরা দেশে কোনো ধরনের চাঁদাবাজি, মামলাবাজি, দখলবাজি চাই না। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে।’’

এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘‘যে সংবিধান নিজের নাগরিককে খুন করতে পারে ,পঙ্গু করে দিতে পারে, অন্ধ করে দিতে পারে, ওই সংবিধান আমাদের দরকার নাই। আমাদের নতুন সংবিধান লাগবে, সেই নতুন সংবিধান আমরা আপনাদের সাথে করে নিয়ে আসবো।’’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আগ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহ, সংগঠক সোহেল রানা মানিক. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ প্রমুখ।

এর আগে বিকেল ৫টায় পাবনার পথসভা শুরু হওয়ার কথা থাকলেও এনসিপি নেতৃবৃন্দ পাবনায় পৌঁছান রাত দশটার পরে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শহীদ চত্বরে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ শিক্ষার্থীরা। এ সময় তারা এনসিপি নেতাদের মোবাইলের আলো জ্বালিয়ে শুভেচ্ছা জানান। 

শাহীন//

সম্পর্কিত নিবন্ধ

  • ঝিনাইদহে এনসিপির পথসভায় নেতারা বললেন, হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়
  • এনসিপির জুলাই যাত্রা খুলনায় যাবে শুক্রবার, দুটি স্থানে হবে পথসভা
  • বিচার, সংস্কার ছাড়া নির্বাচন মানব না
  • আবরার ফাহাদের পথ ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি: নাহিদ
  • আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি: নাহিদ
  • বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না, ভয় পাই না: হাসনাত আব্দুল্লাহ
  • রাজনৈতিক দলগুলো চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে: নাহিদ ইসলাম
  • পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না: নাহিদ ইসলাম
  • কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, বাংলাদেশে তাদের ঠাঁই হয় নাই : নাহিদ ইসলাম