‘রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়’—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশে সত্যিকারের নাগরিক অধিকার ও মর্যাদার রাষ্ট্র গড়তে এনসিপি যাত্রা শুরু করেছে।’

বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলতায়েবা মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ পথসভাটি এনসিপির ‘জুলাই পথযাত্রার’ নবম দিনের অংশ ছিল।

আখতার হোসেন বলেন, ‘উত্তরাঞ্চলের জেলাগুলো অতিক্রম করে এখন দক্ষিণাঞ্চলে পথসভা হচ্ছে। খুব অল্প সময়ের প্রস্তুতি থাকলেও প্রতিটি জায়গায় হাজারো মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই, যা সব ধর্ম ও শ্রেণির মানুষকে নিয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে। এতদিন কেউ তা করেনি। আমরা এক নতুন রাষ্ট্র বিনির্মাণে কাজ করছি, যেখানে মর্যাদার ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যারা গণহত্যা করেছে, তাদের বিচার হবেই। শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন—এমন তথ্য আন্তর্জাতিক মাধ্যমে এসেছে। তাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে একদিন ইতিহাসের কাছে জবাব দিতে হবে।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেন খুনি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করা হয়।’

বর্তমান সংবিধান প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘এই সংবিধানে মানুষের মৌলিক চাহিদা—খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কথা উল্লেখ নেই। আমরা চাই, আগামী সংবিধানে এগুলোর প্রতিফলন ঘটুক। এ দেশে মানুষের ভাত-কাপড়ের নিশ্চয়তা থাকবে, এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.

তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

এনসিপির নেতারা জানান, পথযাত্রার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় চালিয়ে যাবে দলটি। আগামীর বাংলাদেশ কেমন হবে—সেই রূপরেখা নিয়ে মানুষের মাঝে প্রত্যাশা ও বাস্তবতা তুলে ধরাই তাদের লক্ষ্য।

উৎস: Samakal

কীওয়ার্ড: আখত র হ স ন আলমড ঙ গ এনস প আখত র হ স ন ব যবস থ এনস প

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ৫০ ঘর

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ের কেডিএস ফ্যাক্টরি-সংলগ্ন এলাকায় বস্তিতে আগুন লেগে ৫০টি ঘর পুড়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কেডিএস গার্মেন্টস কারখানার পেছনের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বস্তির অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। সেখানে মূলত নিম্ন আয়ের মানুষ বাস করত। আগুনে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ