নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
Published: 10th, July 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা কারাগারে শাহজাহান মোল্লা (৪৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় শহরের ভিক্টোরিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহজাহান মুন্সিগঞ্জ জেলার মহেশপুর থানার বানিয়াল গ্রামের কালা চাঁন মোল্লার ছেলে। সে নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্যাংক কলোনী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, শাহজাহান মোল্লার নামে দুটি মামলা রয়েছে। একটি হলো নারায়ণগঞ্জ সদর থানার জুয়া আইনের ধারায় আরেকটি হলো সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনের মামলা। জুয়া আইনের মামলায় শাহজাহান জামিনে আছেন। বিস্ফোরক আইনের মামলায় তিনি বন্দি রয়েছেন।
তিনি আরো জানান, বুধবার রাত পৌনে ১২টায় শাহজাহানের বুকে ব্যথা উঠে। একই সাথে বমি করছিলেন। এসময় তাৎক্ষনিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে অবস্থার উন্নতি না হলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শাহজাহানের মৃত্যু হয়। পরে ময়না তদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে লাশ বুজিয়ে দেয়া হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ শ হজ হ ন আইন র
এছাড়াও পড়ুন:
সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলাটি দ্রুত নিষ্পত্তি এবং ত্বকী হত্যা মামলার অবস্থান জেনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেছেন, “বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ও কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি ত্বরান্বিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”
জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখছি। ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে।”
দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধিত প্রস্তাব করার কথাও জানিয়েছেন মো. আসাদুজ্জামান।
ঢাকা/অনিক/রফিক