নারায়ণগঞ্জ জেলা কারাগারে শাহজাহান মোল্লা (৪৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত  রাত সাড়ে ১২টায় শহরের ভিক্টোরিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহজাহান মুন্সিগঞ্জ জেলার মহেশপুর থানার বানিয়াল গ্রামের কালা চাঁন মোল্লার ছেলে। সে নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্যাংক কলোনী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, শাহজাহান মোল্লার নামে দুটি মামলা রয়েছে। একটি হলো নারায়ণগঞ্জ সদর থানার জুয়া আইনের ধারায় আরেকটি হলো সিদ্ধিরগঞ্জ থানায় বিস্ফোরক আইনের মামলা। জুয়া আইনের মামলায় শাহজাহান জামিনে আছেন। বিস্ফোরক আইনের মামলায় তিনি বন্দি রয়েছেন।

তিনি আরো জানান, বুধবার রাত পৌনে ১২টায় শাহজাহানের বুকে ব্যথা উঠে। একই সাথে বমি করছিলেন। এসময় তাৎক্ষনিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে অবস্থার উন্নতি না হলে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শাহজাহানের মৃত্যু হয়। পরে ময়না তদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে লাশ বুজিয়ে দেয়া হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ শ হজ হ ন আইন র

এছাড়াও পড়ুন:

আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি  ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে গ্রেফতার দেখানো পাঁচ মামলার মধ্যে দুটিতে জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার  দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।

এদিন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার আদালতে জামিন শুনানি হয়। 
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা ও ফতুল্লার ইয়াসিন হত্যা মামলায় আদালত আইভীর জামিন নামঞ্জুর করেছেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকা সত্ত্বেও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছি। হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তার নাম নেই।

এর আগে গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। পরে তাকে আরও চারটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।

এদিকে গত ৯ নভেম্বর হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

ওই দিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেফতার দেখাতে আদালতে আবেদন করে। পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করে।
সেই সাথে গত ১৮ নভেম্বর পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৭ নং ওয়ার্ড যুবদলের দোয়া  
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া 
  • খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বন্দর উপজেলা বিএনপির দোয়া
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া
  • না’গঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর বর্ণাঢ্য মোটর সাইকেল শোডাউন
  • না’গঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর বর্ণাঢ্য মোটর সাইকেল শো
  • না’গঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের ৩য় দিনের কর্মবিরতি 
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের দোয়া  
  • সাংবাদিক সৈকতের বাবা আব্দুল হাই ভূঁইয়া আর নেই, শোক
  • আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর