গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু সংস্কার-উদ্যোগ গ্রহণ করেছে। গণমাধ্যম সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে ইতোমধ্যে কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়সমূহ পর্যালোচনা করা হয় এবং ১২টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সাংবাদিকদের অধিকার সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে স্বল্প সময়ের মধ্যে এই অধ্যাদেশ জারি করা হবে। সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পত্রিকার বিজ্ঞাপন হার যৌক্তিক পর্যায়ে বৃদ্ধি করা হবে। 
কমিশনের সুপারিশ অনুযায়ী, গণমাধ্যম সম্পর্কে শ্রোতা, দর্শক ও পাঠকের প্রত্যাশা ও প্রাপ্তি যাচাইয়ের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে বার্ষিক জরিপ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া, বিজ্ঞাপন শিল্পে কোনো ধরনের যোগসাজশ এবং সুষ্ঠু প্রতিযোগিতার পরিপন্থি কৌশল চর্চা হচ্ছে কি না, সে বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এফএম রেডিও লাইসেন্সের বিপরীতে জামানত ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হবে। এছাড়া, এফএম রেডিওতে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে রেডিও কর্তৃপক্ষকে নির্ধারিত হারে ফি প্রদান করতে হবে। বিজ্ঞাপন থেকে আয়ের ২ শতাংশ সরকারি ফি হিসেবে যা কেটে নেওয়া হয়, তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, সরকারি ঘোষণা বিনামূল্যে প্রচার করতে হবে।

আরো পড়ুন:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নিয়ে বিভ্রান্তিকর প্রচার শনাক্ত

যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ হলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে

জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে গণমাধ্যমের কলাম লেখক, প্রদায়ক, শিল্পী, অতিথি উপস্থাপক ও আলোচকদের সম্মানীর ওপর অগ্রিম কর রহিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের সুপারিশের আলোকে টেলিভিশন চ্যানেলের আপ-লিংক এবং ডাউন-লিংকের ক্ষেত্রে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পাঠ্যধারা যুগোপযোগীকরণসহ প্রতিষ্ঠান দুটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তথ্য সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৪ 

রাজধানীর শাহবাগে ঢাকা মেডিকেলের বহির্বিভাগর সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২৯) নামে বিটিভির ক্যামেরাম্যানের সহকারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আরো পড়ুন:

আড়াই ঘণ্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি

চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের

বিটিভির গাড়িচালক আলমগীর হোসেন জানান, আজ শুক্রবার সকাল ১১টার দিকে বর্হিবিভাগ গেটের সামনে ২ জন যুবক পিছন দিক থেকে মাহফুজের ডান হাতে চাপাতি দিয়ে আঘাত করে তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল লতিফ (৫৫) নামে এক ভিক্ষুক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাবির মহসিন হলের প্রোক্টারিয়াল সদস্য ফারুক হোসেন জানান, আজ সকালে লোকটিকে রক্তাক্ত অবস্থায় মহসিন হলের পাশের রাস্তায় পড়ে থাকতে দেখে লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এখন সে চিকিৎসাধীন রয়েছে।ছিনতাইকারীদের সন্দেহ ছিল তার কাছে মোটা অংকের টাকা আছে। এ কারণে তার বুকে ও মাথার ডান পাশে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। কিন্তু তার কাছ থেকে তারা টাকাপয়সা নিতে পারেনি।

আরো এক ঘটনায়, গেন্ডারিয়ার মুরগিটোলা এলাকায় ছিনতাইকারীর ছুরিঘাতে মোহাম্মদ তারেক মিয়া (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব‍্যাক্তি পেশায় রং মিস্ত্রি।

বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

আহত তারেকের ভাই ইমন মিয়া জানান, গতকাল রাতে তিনি কর্মস্থল থেকে অটো রিক্সাযোগে বাসায় ফেরার পথে রিক্সাটি গেন্ডারিয়া মুরগিটোলা আসামাত্র তিনজন ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে    এলোপাথারী ছুরিকাঘাত করে, এতে তার শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়। তার সাথে থাকা লক্ষাধিক টাকা ও দুটি মুঠোফোন নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

অন্য এক ঘটনায় হাতিরঝিলের মিরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তুষার মিয়া (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, তুষার মিয়া ইন্টারনেটে লাইনের কাজ করে। বিকেলে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মিরবাগ এলাকায় ২-৩ জন যুবক তার পথরোধ করে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। 

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিনতাইকারীদের হাতে আহত ৪ জন ঢাকা মেডিকেলে এসেছে।  শারীরিক অবস্থা গুরুত্বের বিবেচনায় একজনকে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা/তারা/

সম্পর্কিত নিবন্ধ