লংগান, হরীতকীর পাশে বাহারি ক্যাকটাস
Published: 1st, August 2025 GMT
১৩ বছর বয়সী একটি গাছ। তাতে থোকায় থোকায় ধরেছে বাদামি খোসার গোলাকৃতির লংগান। এটাকে গোল লিচু বা কাঠলিচুও বলা হয়। লিচুর সঙ্গে আকারের পার্থক্য থাকলেও স্বাদে মিল রয়েছে। লংগানের পাশে রয়েছে হরীতকী, আমলকী, বহেরা, মাল্টা, কমলার মতো দেশি ফলও। আবার মেক্সিকোর নানা প্রজাতির ক্যাকটাস কিংবা মাটি ছাড়া বাতাসে বেড়ে ওঠা শোভাবর্ধনকারী এয়ার প্ল্যান্ট ।
এমন নানা জাতের গাছ দেখা গেল চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠের বৃক্ষমেলায়। লালদিঘি মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। ফুল, ফলসহ নানা প্রজাতির বনজ গাছের চারা শোভা পাচ্ছে এই মেলায়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে গত সোমবার থেকে এই বৃক্ষমেলা শুরু হয়। মেলায় ২ হাজার ৬৫ প্রজাতির ফলদ, বনজ, ওষধি ও শোভাবর্ধনকারী চারা এবং ২১০ প্রজাতির দেশি-বিদেশি ক্যাকটাস প্রদর্শিত হচ্ছে।
মেলায় ঢুকতেই বাঁ দিকে একটি দোকানে সারি সারি ক্যাকটাস সাজিয়ে রাখা হয়েছে। গ্রিন বি নামে একটি প্রতিষ্ঠান এই ক্যাকটাস এনেছে। মোট ১২০টি প্রজাতির ক্যাকটাস রয়েছে এখানে। মেক্সিকোর গোল্ডেন ব্যারেল, ম্যামেলারিয়া হান্নিয়ানাসহ ছোট-বড় নানা আকৃতির ক্যাকটাস। সবুজ, লালচে ইত্যাদি রঙের ক্যাকটাস রয়েছে এখানে। দাম ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। অন্য পাশে সাজানো রয়েছে বনসাই এবং এয়ার প্ল্যান্ট।
গ্রিন বির কর্ণধার অর্ক আকিব জানান, তাঁরা মূলত অনলাইনে ক্যাকটাস, এয়ার প্ল্যান্ট বিক্রি করে থাকেন। বিভিন্ন দেশ থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসব সংগ্রহ করে থাকেন। মেলায় এসে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানালেন অর্ক আকিব।
পেশায় প্রকৌশলী তরুণ আকিব অক্সিজেন এলাকায় নিজ বাসার বারান্দা ও ছাদে এসব ক্যাকটাস, বনসাই, শোভাবর্ধনকারী এয়ার প্ল্যান্ট মজুত করে থাকেন। সেখান থেকেই অনলাইনে বিক্রি করেন। আকিব বলেন, শখের বশে ছয় বছর ধরে এই কাজ করে চলেছেন তিনি। এটা এখন নেশার মতো তাঁর কাছে।
এখানে রয়েছে ইয়েমেনের এরাবিকাম হালক নামে একটি বনসাই। ওটাতে ফুল ফোটে। এই বনসাইটির দাম দেওয়া হয়েছে তিন হাজার টাকা। এ ছাড়া সাধারণ বনসাই ৩০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এয়ার প্ল্যান্ট, হাউস প্ল্যান্ট ইত্যাদিও পাওয়া যাচ্ছে মেলায়।
মেলায় আনা হয়েছে হরেক প্রজাতির গাছ। গত মঙ্গলবার তোলা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বনস ই
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।