সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ওলামা দলের লিফলেট বিতরণ
Published: 9th, August 2025 GMT
সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা ওলামা দলের উদ্যোগে পঞ্চমীঘাট বাজারে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
শনিবার (৯ আগষ্ট) সকালে পঞ্চমীঘাট বাজারে দোকানে গাড়িতে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় সোনারগাঁও উপজেলা উলামা দলের আহবায়ক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে, সদস্য সচিব, মাওলানা মোজ্জামেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওঃ মামুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক হাফেজ মাওঃ আল আমিন, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, যুগ্ম আহবায়ক মাওঃ দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন মোল্লা,হাফেজ মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মিজানুর, রহমান, মাওলানা বিল্লাল হোসেন,মাওলানা শফিউদ্দী,মাওঃ মোহাম্মদ আলী,মুফতি জমিম উদ্দিন, মাওঃ রুহুল আমিন,মাওঃ রমজান,মাওঃ নাইম,সহ স্থানীয় শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে লক্ষে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে ও তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আগামী বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের বিকল্প নেই তাই সোনারগাঁয়ে প্রতিটি এলাকায় এ বার্তা পৌঁছে দিতে হবে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ব এনপ র স ন রগ রহম ন উপজ ল
এছাড়াও পড়ুন:
“গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”
গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা।
তাঁরা বলেন, এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় হানিট্র্যাপ থেকে নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশা নামে এক যুবককে চাপাতি দিয়ে কোপাতে থাকে।
কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।