Risingbd:
2025-11-17@12:35:21 GMT

আরএমপির ৩ থানার ওসি বদলি

Published: 17th, August 2025 GMT

আরএমপির ৩ থানার ওসি বদলি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।

বদলির আদেশে জানা গেছে, নগরের বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দপ্তরের ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে।

চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। রাজপাড়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে।

আরো পড়ুন:

পেকুয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

দুই ভিক্ষুককে ঠেলে পাঠাল বিএসএফ

এছাড়া চন্দ্রিমা থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদ।

একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, “এটা পুলিশের নিয়মিত বদলি। ইউনিট প্রধান হিসেবে কমিশনার প্রয়োজন অনুযায়ী যাকে যেখানে উপযুক্ত মনে করেন, সেখানে দায়িত্ব দেন। ইউনিটকে গতিশীলভাবে পরিচালনার জন্যই এই বদলি।”

ঢাকা/কেয়া/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আরএমপি কমিশনারকে আদালতে তলব

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৭) খুনের অভিযোগে পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার (৩৬) বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আদালত এর ব্যাখ্যা চেয়েছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালত ব্যাখ্যা দিতে বলেছেন। মামলার আগামী ধার্য তারিখ ১৯ নভেম্বর। এর আগে পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

আরো পড়ুন:

৬ বাসে মিলল ৩৫ মণ জাটকা, চালকদের জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিবের জামিন

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন। আদালতের পেশকার আমজাদ আলী এ তথ্য জানিয়েছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া ফ্লাটে লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার নাবালক ছেলে তাওসিফকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে লিমন মিয়া গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ায় কেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না— তা আগামী ধার্য তারিখের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

গত ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া ফ্ল্যাটে খুন হয় বিচারকের ছেলে তাওসিফ। হামলায় আহত হয় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি। হামলাকারী লিমন মিয়া ধস্তাধস্তিতে আহত হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় লিমন মিয়ার ভিডিও বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

ঢাকা/কেয়া/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • হেফাজতে থেকে আসামিকে গণমাধ্যমে কথা বলতে দেওয়ায় ৪ পুলিশ প্রত্যাহার
  • আরএমপি কমিশনারকে আদালতে তলব