পাকিস্তান জানিয়েছে, মে মাসে সংঘর্ষের সময় ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ ইসলামাবাদের কাছে রয়েছে। রবিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এ তথ্য জানিয়েছেন।

পহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদদ ছিল দাবি করে ৭ থেকে ১০ মে ভারত পাকিস্তানের কয়েকটি এলাকায় হামলা চালায়। ওই সময় পাকিস্তান দাবি করে, তাদের পাল্টা হামলায় ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এগুলোর মধ্যে ফরাসি যুদ্ধবিমান রাফায়েলও রয়েছে। ভারতের সর্বোচ্চ পদস্থ জেনারেলও স্বীকার করেছেন, তাদের সেনাবাহিনী আকাশ যুদ্ধে ক্ষতির সম্মুখীন হয়েছে, তবে ছয়টি বিমান হারানোর কথা অস্বীকার করেছেন তিনি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রবিবার বলেছেন, “গত দেড় মাস ধরে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সরকার সবাই স্বীকার করেছে, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কাজ করছে। আমাদের প্রতিষ্ঠানগুলোর কাছে ভারতের (পরিকল্পনা) সম্পর্কে অনেক আগেই তথ্য ছিল। আমরা জানতাম তারা (ভারত) কী পরিকল্পনা করছে, তারা কোন বিমান ব্যবহার করবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তারা এগিয়ে আসে না। আমাদের তা স্বীকার করতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যখন ভারতীয় বিমান ভূপাতিত করা হয়েছিল, তখন প্রমাণ ছাড়া এটি ঘোষণা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তিনি বলেন, “আমাদের কাছে রাডার ডেটা ছিল, কিন্তু আমাদের মাঠ পর্যায়ের প্রমাণের প্রয়োজন ছিল। কয়েক মিনিটের মধ্যেই আমরা গুলি করে ভূপাতিত করা ছয়টি বিমানের ভিডিও ফুটেজ পেয়েছি। আমাদের কাছে এই ফুটেজ আছে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ব ক র কর ভ প ত ত কর আম দ র

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ