সৌদি যুবরাজের সমালোচক জামাল খাশোগি যেভাবে মারা হয়েছিলো
Published: 20th, November 2025 GMT
জামাল খাশোগি ছিলেন একজন বিশিষ্ট সৌদি সাংবাদিক, কলামিস্ট এবং লেখক। একসময়ের রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। পরে রাজপরিবারের একজন সমালোচক হিসেবে পরিচিতি পান। সৌদি রাজপরিবারের বৃত্তি নিয়ে জামাল খাশোগি যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছিলেন। তিনি আল-আরাব নিউজ চ্যানেল-এর মহাব্যবস্থাপক ছিলেন এবং ওয়াশিংটন পোস্ট-এর একজন নিয়মিত কলামিস্ট ছিলেন। কিন্তু খাশোগির লেখায় ক্রমাগত স্থান পাচ্ছিলো সৌদি রাজতন্ত্রের নানা নেতিবাচক দিক। বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের।
২০১৭ সালের জুনে যুবরাজ মোহাম্মদ ক্রাউন প্রিন্স হওয়ার পর কড়া সমালোচক হিসেবে খাশোগি তার রোষানলে পড়েন। অবস্থা বুঝতে পেরে নিজেকে বাঁচাতে ওই বছরের সেপ্টেম্বরে সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে চলে যান। এরপর যুক্তরাষ্ট্র থেকে চলে যান তুরস্কে।
আরো পড়ুন:
খাশোগি হত্যাকাণ্ডের কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প
সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে রাজি ট্রাম্প
২০১৮ সালে সৌদি আরব থেকে ১৫ সদস্যদের দল উড়ে গিয়ে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনের ভেতরে গত ২ অক্টোবর তাকে হত্যা করে লাশ গুম করে ফেলে। সে সময় আন্তর্জাতিক পত্রিকাগুলোতে স্থান পায় খাশোগির মৃত্যুর খবর। সমালোচনায় বলা হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এমন উচ্চ নিরাপত্তার স্থানে হত্যাকাণ্ড ঘটানো অসম্ভব।
তুরস্ক ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া বিবৃতির ভিত্তিতে স্পষ্ট হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক মূলত সৌদি আরবের ক্ষমতাধর ব্যক্তি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
খাশোগিকে হত্যার পর আন্তর্জাতিক মহলে এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে প্রথমে এ হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে সৌদি আরব। কিন্তু সমালোচনা আরও বাড়তে থাকে। পরে আন্তর্জাতিক চাপের মুখে কনস্যুলেট ভবনে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। তবে এ হত্যার পেছনে যুবরাজ মোহাম্মদের সংশ্লিষ্টতা জোরের সঙ্গে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স দ আরব য ক তর ষ ট র ম হ ম মদ য বর জ
এছাড়াও পড়ুন:
বক্স অফিসে রাশমিকার সিনেমার হালচাল কী?
ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত বছরের শেষ থেকে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। টানা দুটি হিট সিনেমা উপহার দিয়েছেন। গত মাসে মুক্তি পায় তার হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমা। বক্স অফিসে গড়পড়তা পারফর্ম করেছে এটি।
এদিকে, নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হয়েছেন রাশমিকা মান্দানা। রাহুল রবীন্দ্রন নির্মিত তেলেগু ভাষার ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা ৭ নভেম্বর বিশ্বের ৫৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক-সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যদিও বক্স অফিসে শুরুটা খুব একটা নজরকাড়া হয়নি। তবে সময়ের সঙ্গে সিনেমাটির আয়ে ভাটা পড়েছে। ১২ দিনে কত টাকা আয় করেছে রাশমিকার এই সিনেমা?
আরো পড়ুন:
রাশমিকাকে বিজয়ের চুম্বন, ভিডিও ভাইরাল
কত টাকা আয় করেছে রাশমিকার নতুন সিনেমা?
স্যাকনিল্কের তথ্য অনুসারে, ১২ দিনে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা ভারতে আয় করেছে ১৮.১৫ কোটি রুপি, বিদেশে আয় করেছে ৭ কোটি রুপি। সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৫.১৫ কোটি রুপি (৩৪ কোটি ৮০ লাখ টাকা)।
বলি মুভি রিভিউজ জানিয়েছে, ১২ দিনে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ২৬.০৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি টাকার বেশি)।
একজন তরুণী কলেজ জীবনে ভালোবাসা, সামঞ্জস্যতা ও আত্ম-অন্বেষণের পথে এগিয়ে যায়, যেখানে সে সম্পর্কের জটিলতা ও ব্যক্তিগত বিকাশের অভিজ্ঞতা অর্জন করে—এমন গল্প নিয়ে এগিয়েছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার কাহিনি। রাশমিকার হৃদয়স্পর্শী অভিনয় ভক্তদের মনে নাড়া দিয়েছে।
রাশমিকা মান্দানা বলেন, “এই সিনেমার চিত্রনাট্য রাহুল যখন আমাকে শুনিয়েছিলেন, তখন আমার চোখে জল এসেছিল। এমন অনেক মুহূর্ত ছিল, যা আমার হৃদয় ছুঁয়েছিল; যা আমি ব্যাখ্যা করতে পারিনি। সেই মির্টিং থেকে দু’টি জিনিস নিয়ে বেরিয়েছিলাম। এক. একটি চিত্রনাট্য, যা না করলে পাপ হতো। দুই. আজীবনের জন্য একজন বন্ধু।”
৪২ কোটি রুপি বাজেটের এ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছে ধীরাজ মোগিলিনিনি এন্টারটেইনমেন্ট, মাস মুভি মেকার্স এবং গীতা আর্টস। রাশমিকা ছাড়াও এতে অভিনয় করেছেন—ধীক্ষিত শেঠি, অনু ইমানুয়েল, রাও রমেশ, রোহিণী প্রমুখ।
ঢাকা/শান্ত