রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেটের ক্যান্টিন থেকে দুই শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী হলেন, ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবী ও একই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী বকশী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা কাজলা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন, এমন সময় কয়েকজন দুর্বৃত্ত হামলা করে। এ সময় তারা হেলমেট পরে রামদা ঠেকিয়ে দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। 

পরবর্তীতে মন্ডলের মোড় থেকে ফারাবী ও হবিবুর হলের সামনে থেকে আহত অবস্থায় বকশীকে উদ্ধার করা হয়। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বকশী বলেন, “কমপক্ষে ১০টা মোরটসাইকেল ছিলো, সবার মাথায় হেলমেট ছিল। মোটরসাইকেলে তুলে নেওয়া চেষ্টা করলে আমি নেমে যাই। পরে আমাকে মারতে মারতে রিকশায় তোলে। রিকশায় করে অক্ট্রয় মোড় দিয়ে ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে অন্ধকার এক জায়গায় বসায়। কিছুক্ষণ পর তাদের একটা কল আসে, তারা বলে যে ‘আসলটা’ পেয়ে গেছি ওকে ছেড়ে দে। পরে তারা আমাকে ৩০ মিনিট ঘুরিয়ে ছেড়ে দেয়। তাদের কাউকে আমি চিনি না।”

প্রক্টর মাহবুবুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে মতিহার থানায় জানায়। আহত শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, “দুজন শিক্ষার্থী আহত হয়েছে।  এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কারা হামলা করেছে। তবে জনি নামে একজনের নাম শোনা গেছে। আমরা তাদের শনাক্ত করতে চেষ্টা করছি।”  

ঢাকা/ফাহিম/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সমতা লেদারের নয় মাসে লোকসান বেড়েছে ৩৩.৩৩ শতাংশ

পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসের (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ৩৩.৩৩ শতাংশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ সময়ের তৃতীয় প্রান্তিক ও নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৫ সালের ৩১ মারছে পর্যন্ত সময়ে তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০১) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৩ টাকা। সে হিসাবে শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

তিন প্রান্তিক বা নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৪) টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০৩) টাকা। সে হিসাবে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.০১ টাকা বা ৩৩.৩৩ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.০৪) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.০৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.২৮ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ