ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আটটি কেন্দ্রের মধ্যে শা‌রিরীক শিক্ষা‌ কে‌ন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। এ কেন্দ্রে প্রায় ৮৩.১৯ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শা‌রিরীক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক এ কথা জানান।

আরো পড়ুন:

ডাকসু নির্বাচন: এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ডাকসু নির্বাচনে এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোট গণনা

শা‌রিরীক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড.

কাজী মোস্তাক গাউসুল হক ব‌লেন, “ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শারী‌রিক শিক্ষা কেন্দ্রে তিন‌টি বু‌থ রয়েছে। এর ম‌ধ্যে জগন্নাথ হলে মোট ভোটার সংখ‌্যা ২ হাজার ২২২ জন। ভোট কাস্ট হ‌য়ে‌ছে ১ হাজার ৮৩১‌টি এবং অনুপ‌স্থিত ছি‌লেন ৩৯১ জন। শতকরা হিসেবে কাস্টিং ভোটের হার ৮৩ শতাংশ।”

তিনি বলেন, “সা‌র্জেন্ট জহুরুল হক হলের মোট ভোটার সংখ‌্যা ১ হাজার ৯৬৩ জন। এর মধ্যে কাস্ট হ‌য়ে‌ছে ১ হাজার ৬৬০টি এবং অনুপ‌স্থিত ছি‌লেন ৩০৩ জন। শতকরা হিসেবে কাস্টিং ভোটের হার ৮৪ দশ‌মিক ৪৬ শতাংশ।

“স‌্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হলের মোট ভোটার সংখ‌্যা ৬৬৯ জন। এর মধ্যে কাস্ট হ‌য়ে‌ছে ৫৫৩টি এবং অনুপ‌স্থিত ছি‌লেন ১১৬ জন্য। শতকরা হিসেবে কাস্টিং ভোটের হার ৮২ দশ‌মিক ৮৩ শতাংশ,” যুক্ত করেন ড. গাউসুল হক।

ড. গাউসুল হক বলেন, “সব‌মি‌লে শারী‌রিক শিক্ষা কেন্দ্রে তিন হ‌লের মোট ভোট সংখ‌্যা ৪ হাজার ৮৬১টি।এর ম‌ধ্যে মোট ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হ‌য়ে‌ছে, যা শতকরা হিসেবে ৮৩.১৯ শতাংশ।”

ঢাকা/রায়হান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিএসসি‌সির দুই কর্মকর্তাসহ ৬ জন‌কে আসা‌মি ক‌রে মামলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলইডি বিল বোর্ড স্থাপনায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারের মোট ২৫ কো‌টি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, চাকুরিচ্যুত প্রাক্তন উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইফসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমি‌টে‌ডের ব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খাননহ ৬ জন‌কে আস‌মি ক‌রে মামলার অনু‌মোদন দি‌য়ে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদ‌কের মহাপ‌রিচালক আক্তার হো‌সেন এ তথ‌্য জানান।

তি‌নি ব‌লেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলইডি বিল বোর্ড স্থাপনায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারের মোট বড় অং‌কের টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্য আসা‌মিরা হ‌লেন বেস্টওয়ানের মা‌লিক মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্স এর স্বত্বাধিকারী গাফ্ফার ইলাহী, জি-টেক স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজা।

দুদক জানায়, ঢাকা সিটি কর্পোরেশনের নিজস্ব জমি বা ইমারত এবং সিটি কর্পোরেশন এলাকায় সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জমি বা ইমারতের বৎসর ভিত্তিক অনুমোদন বা নবায়নযোগ্য বিজ্ঞাপন ফলকের ক্ষেত্রে এলইডি সাইন বরাদ্দে (প্রতি বর্গফুট) ২০ হাজার টাকা হারে রেট নির্ধারিত থাকার পরও অত্যন্ত সুকৌশলে এলইডি সাইন এর জন্য নির্ধারিত ২০ হাজার টাকা বর্গফুট এর বদলে মাত্র ৮০০ টাকা বর্গফুট হারে বরাদ্দ প্রদানের সুপারিশ করে অভিযোগ সংশিষ্ট ব্যক্তিবর্গের এরূপ অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে দায়িত্বে অবহেলা ও অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলইডি বিল বোর্ড স্থাপনায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারের মোট ২৫ কো‌টি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে মামলার অনু‌মোদন দেওয়া হ‌য়ে‌ছে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএসসি‌সির দুই কর্মকর্তাসহ ৬ জন‌কে আসা‌মি ক‌রে মামলা