সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাদাঁবাজীর সময় পুলিশ-চাদাঁবাজদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও টেটাবিদ্ধের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীর বারদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে তিন পুলিশসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মেঘনা নদীতে দীর্ঘ দিন ধরে পাশ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০/৩০ জনের একটি চাদাঁবাজ বাহিনী বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাদাঁবাজী করে আসছে। 

মঙ্গলবার সকালে বিভিন্ন নৌযান মেঘনা নদীর নুনেরটেক এলাকায় দিয়ে যাওয়ার সময় বারেকের নেতৃত্বে টিটু, মহসিনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র টেটা, বল্লম, রামদা নিয়ে নৌযানে চাদাঁ দাবী করে। এ সময় তাদের দাবীকৃত চাদাঁ না দেওয়ায় এসবি  জয়নব বৃষ্টি পরিবহন নামের বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। 

পরে খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় চাদাঁবাজরা পুলিশের উপর টেটা, বল্লম দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তিন পুলিশ সদস্য এএসআই মাকসুদ, কনষ্টেবল সোহাগ ও সাইদুরকে আহত করে।

পরে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে বারেকের ছেলে চাঁদাবাজ রানা ও সাজ্জাদকে গ্রেপ্তার করে।

আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতের মধ্যে পুলিশ কনষ্টেবকল সোহাগ ও বাল্কহেড শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসবি জয়নব বৃষ্টি পরিবহন নামের বাল্কহেডের সুকানী মো.

শফিকুল ইসলাম জানান, আড়াইহাজার মরিচাকান্দি এলাকা থেকে বালু নিয়ে আমাদের বাল্কহেড ঢাকা যাচ্ছিলাম। নুনেরটেকে আমাদের চাঁদাবাজরা আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ার আমাদের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ পথে প্রতিদিন চাদাঁবাজরা চাঁদাবাজি করে। প্রতিদিন তারা নদীতে বিভিন্ন নৌযানের শ্রমিকদের মারধর করে চাঁদা না দেয়ায়।

অভিযুক্ত বারেকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি। পরে তাকে ক্ষুদে বার্তাদিলেও সাড়া পাওয়া যায় নি।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাড়িঁর ইনচাঁজ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে একটি চাদাঁবাজ চক্র মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে চাদাঁবাজী করে আসছে। মঙ্গলবার সকালে চাদাঁবাজরা বিভিন্ন বাল্কহেডে চাদাঁ উত্তোলনের বাল্কহেডরে শ্রমিকদের হামলা চালায়। 

ঘটনাস্থলে পুলিশ গেলে চাদাঁবাজরা পুলিশের উপর হামলা করে তিন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় দুই চাদাঁবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও স ঘর ষ স ঘর ষ ন র য়ণগঞ জ র ম ঘন উপজ ল সদস য

এছাড়াও পড়ুন:

উত্তরা ইউনিভার্সিটিতে চলছে ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার’

উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং-২০২৬ সেশনের ছাত্রছাত্রীদের জন্য গত সোমবার (১ ডিসেম্বর) শুরু হয়েছে ‘এডুকশেন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার’।

সম্ভাব্য শিক্ষার্থীদের ক্যাম্পাসের সত্যিকারের পরিবেশ সম্পর্কে জানানো এবং বিভিন্ন অনুষদের শিক্ষকসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সার্বিক ধারণা দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য। ১৫ দিনব্যাপী এ মেলায় শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড় ও উপহার।

উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ইয়াসমীন আরা মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার আমাদের ইউনিভার্সিটির দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতার ফসল। আমরা এ আয়োজনের মধ্য দিয়ে আমাদের সম্ভাব্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ তৈরি করার পথ বেছে নিতে সাহায্য করি। তাদের কৌতূহল, তাদের প্রশ্ন এবং সত্যিকার অর্থে আমরা কেমন প্রতিষ্ঠান—এসব যাচাইয়ের সবচেয়ে ভালো সুযোগ এটি।’ তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাস, পরিবেশ এবং এর সংস্কৃতি ও ঐতিহ্যকে সরাসরি পরখ করার জন্য ছাত্রছাত্রী, অভিভাবকসহ সবাইকে আমন্ত্রণ জানাই।’

বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত ফেয়ারে রয়েছে প্রতিটি বিভাগের আলাদা আলাদা স্টল। যেখানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সম্ভাব্য শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। দর্শনার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণা সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস–সংস্কৃতি এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

সম্পর্কিত নিবন্ধ