স্তন ক্যান্সার প্রতিরোধে ইউআইইউর উদ্যোগ: সেমিনার ও এআই হেলথকেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন
Published: 9th, October 2025 GMT
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক “From Aware to Empower” শীর্ষক সেমিনার এবং এআই-ভিত্তিক প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথকেয়ার প্ল্যাটফর্ম “সুস্বাস্থ্য”-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক ও অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের পরিচালক এবং অনকোলজি ক্লাবের সভাপতি সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা: এম এ হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা.
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন প্রদান করেন ইউআইইউ’র জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. এস এম রফিকুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, স্তন ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তারা বাংলাদেশে স্তন ক্যান্সারের বর্তমান অবস্থা, প্রতিরোধমূলক ব্যবস্থা, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং জেনেটিক ঝুঁকি নিয়ে আলোচনা করেন।
সেমিনার শেষে ইউআইইউ পরিবারের জন্য তৈরি এআই-ভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম “সুস্বাস্থ্য”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সমন্বিত প্ল্যাটফর্মটি তৈরি করেছে সিমেড হেলথ লিমিটেড, যা ইউআইইউ’র ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক)-এর গবেষণা থেকে বাণিজ্যিকীকরণের একটি সফল উদাহরণ।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা পাবেন স্বাস্থ্য শিক্ষা, ব্যক্তিগত ঝুঁকি মূল্যায়ন, প্রাথমিক স্ক্রিনিং, টেলিমেডিসিন পরামর্শ ও নিয়মিত ফলো-আপ সেবা। ইউআইইউ মেডিকেল সেন্টারের জন্য এতে রয়েছে বিশেষ ড্যাশবোর্ড, যা ক্যাম্পাসের সামগ্রিক স্বাস্থ্যনীতি উন্নত করতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইরিকের পরিচালক ও সিমেড হেলথের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন প্ল্যাটফর্মটির কার্যকারিতা তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগ এআই প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসচেতন ও সক্রিয় ক্যাম্পাস পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ল য টফর ম অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
স্তন ক্যান্সার প্রতিরোধে ইউআইইউর উদ্যোগ: সেমিনার ও এআই হেলথকেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক “From Aware to Empower” শীর্ষক সেমিনার এবং এআই-ভিত্তিক প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথকেয়ার প্ল্যাটফর্ম “সুস্বাস্থ্য”-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক ও অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের পরিচালক এবং অনকোলজি ক্লাবের সভাপতি সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা: এম এ হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলী নাফিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মুস্তাক ইবনে আইয়ুব।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন প্রদান করেন ইউআইইউ’র জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. এস এম রফিকুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, স্তন ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তারা বাংলাদেশে স্তন ক্যান্সারের বর্তমান অবস্থা, প্রতিরোধমূলক ব্যবস্থা, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং জেনেটিক ঝুঁকি নিয়ে আলোচনা করেন।
সেমিনার শেষে ইউআইইউ পরিবারের জন্য তৈরি এআই-ভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম “সুস্বাস্থ্য”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সমন্বিত প্ল্যাটফর্মটি তৈরি করেছে সিমেড হেলথ লিমিটেড, যা ইউআইইউ’র ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক)-এর গবেষণা থেকে বাণিজ্যিকীকরণের একটি সফল উদাহরণ।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা পাবেন স্বাস্থ্য শিক্ষা, ব্যক্তিগত ঝুঁকি মূল্যায়ন, প্রাথমিক স্ক্রিনিং, টেলিমেডিসিন পরামর্শ ও নিয়মিত ফলো-আপ সেবা। ইউআইইউ মেডিকেল সেন্টারের জন্য এতে রয়েছে বিশেষ ড্যাশবোর্ড, যা ক্যাম্পাসের সামগ্রিক স্বাস্থ্যনীতি উন্নত করতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইরিকের পরিচালক ও সিমেড হেলথের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন প্ল্যাটফর্মটির কার্যকারিতা তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগ এআই প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসচেতন ও সক্রিয় ক্যাম্পাস পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা/ইভা