বন্দরে ২নং হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপণী ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধণা  অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোস্তফা কামাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য তথা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহীদ হোসেন মেম্বার।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুন সরকারের সঞ্চালনায় ও আহাম্মদ হোসেনের সহযোগিতায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিটিএ কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন ও রুমান মন্ডলসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

পরিশেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায়,নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের সফলতা ও বিএনপি’র সদ্য বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া জনপ্রিয় নেতা সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও নাসিক এর ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদের প্রতি শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাজীপুর বাইতুল আলম জামে মসজিদের পেশ ইমাম এনামুল হক নজরুল ইসলাম।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ ত

এছাড়াও পড়ুন:

বেরোবিতে র‌্যাগিংয়ের দায়ে তিন শিক্ষার্থী বহিষ্কার

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‌্যাগিংয়ের দায়ে বাংলা বিভাগের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় আরো ৯ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

‎‎২৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে সংবাদ সম্মেলনে এসে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এই সিদ্ধান্তের কথা জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১২ শিক্ষার্থীর মধ্যে তিন শিক্ষার্থীকে বহিষ্কার ও বাকি ৯ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

‎বেরোবি উপাচার্য  অধ্যাপক শওকাত আলী বলেন, “র‌্যাগিংয়ের ব্যাপারে অভিযোগ আসার পর আমরা ২৪ ঘণ্টার নোটিশে একটা তদন্ত কমিটি গঠন করি । শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী বাংলা বিভাগের ১৬তম ব্যাচের ১২ শিক্ষার্থী প্রত্যক্ষ-পরোক্ষভাবে র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকায় আব্দুল্লাহ আল মামুন ও রাফি আহমেদ দুই শিক্ষাবর্ষের জন্য ও আজিজুল হাকিমকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।”

“বাকি ৯ শিক্ষার্থী মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ তামি, মেঘনাথ রায়, মাসুদ রানা, সাইদুর রহমান শাকিল, মোঃ সুজন মিয়া, আকরাম আলি, ফাহিম ইসলাম  ও ফরাদ হোসেনকে সতর্ক করা হয়েছে।”

২৩ নভেম্বর র‌্যগিংয়ের ঘটনার জেরে বাংলা বিভাগের সিনিয়র ও জুনিয়রের মধ্যে সংঘর্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দ্বীন ইসলাম আহত হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটি করা হয়।

ঢাকা/‎সাজ্জাদ/রাসেল

সম্পর্কিত নিবন্ধ