নীতিমালা অনুযায়ী বাদ যাবে অনিয়মকারী সার ডিলার: কৃষি উপদেষ্টা
Published: 26th, November 2025 GMT
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের যেসব এলাকায় এখনো সার ডিলার নেই, সেখানে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। পূর্বের ডিলাররা নতুন নীতিমালা অনুযায়ী বহাল থাকলেও অনিয়মের সাথে জড়িতরা বাদ পড়বেন।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে দেশের কৃষির সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা জানান, আলুর দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। আমন ধান কাটার কাজ প্রায় পঞ্চাশ শতাংশ সম্পন্ন হয়েছে। অনুকূল আবহাওয়া ও মাঠের অবস্থার কারণে এবার আমনের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।
সারের মজুত সম্পর্কে তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং সরবরাহে কোনো সমস্যা নেই। গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সারের দামের কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন। কৃষক ন্যায্যমূল্যে সার পাবেন- এ বিষয়ে সরকার সচেষ্ট বলেও জানান তিনি।
পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, বাজারে অস্থিরতা দেখিয়ে কিছু মহল আমদানির অনুমতির জন্য চাপ দিচ্ছে। তবে দেশীয় উৎপাদন ও কৃষকের স্বার্থ বিবেচনায় সরকার আপাতত আমদানির অনুমতি দিচ্ছে না। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে এবং আগামী মাস থেকে পূর্ণমাত্রায় উঠতে শুরু করলে কোনো সংকট থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাগুলোর চলমান নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলে উপদেষ্টা মন্তব্য করেন।
সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড.
ঢাকা/এএএম//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বের বৃহত্তম শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা
জনসংখ্যার কারণে বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকার বিশ্বের বৃহত্তম শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। ২০৫০ সালের মধ্যে এটি বিশ্বের বৃহত্তম শহর হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের বিশ্ব নগরায়ন সম্ভাবনা ২০২৫ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায় অবস্থিত। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিশ্বের বৃহত্তম শহর যেখানে চার কোটি ১৯ লাখ মানুষ বাস করে, তার পরেই বাংলাদেশের ঢাকা, যেখানে তিন কোটি ৬৬ লাখ মানুষ বাস করে।
জাপানের রাজধানী টোকিওর জনসংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল- তিন কোটি ৩৪ লাখ মানুষ। তালিকায় টোকিও বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকার পরে তৃতীয় স্থানে নেমে এসেছে। অপরদিকে ঢাকা নবম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এটি ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, মেগাসিটির সংখ্যা - যাদের জনসংখ্যা ১ কোটিরও বেশি - ১৯৭৫ সালে মাত্র আটটি ছিল। চলতি বছর তা বেড়ে ৩৩-এ পৌঁছেছে। জাকার্তা, ঢাকা এবং টোকিও ছাড়াও শীর্ষ ১০টিতে থাকা অন্যান্য এশিয়ান শহরগুলি হল: ভারতের নয়াদিল্লি, চীনের সাংহাই ও গুয়াংজু, ফিলিপাইনের ম্যানিলা, ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ার সিউল।
ঢাকার দ্রুত প্রবৃদ্ধির পেছনে আংশিকভাবে গ্রামীণ এলাকা থেকে মানুষ রাজধানীতে চলে আসা, সুযোগের সন্ধানে যাওয়া অথবা বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সমস্যার কারণে নিজ শহর ছেড়ে চলে আসার মতো বিষয়গুলো রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে রাজধানীর জনসংখ্যা পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
ঢাকা/শাহেদ