ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইএডিলের সরাসরি ফ্লাইট
Published: 26th, November 2025 GMT
সৌদি আরবের দ্রুত বিকাশমান স্বল্পমূল্যের এয়ারলাইন ফ্লাইএডিল বাংলাদেশের আকাশপথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) থেকে এয়ারলাইনটি ঢাকা-জেদ্দা রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট চালু করছে। এতে মধ্যপ্রাচ্যমুখী প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সাশ্রয়ী বিকল্প তৈরি হলো।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নতুন রুটের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, প্রবাসীদের জন্য যুক্তিসঙ্গত ভাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এয়ারলাইন্সগুলোকে ভাড়া নির্ধারণে আরও স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানান।
ফ্লাইএডিলের ঘোষণায় জানানো হয়, জেদ্দা থেকে এফ-৩ ৯১১২ ফ্লাইট রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ঢাকা থেকে এফ-৩ ৯১১৩ ফ্লাইট দুপুর ১টায় জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সউদিয়ার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত ফ্লাইএডিল মধ্যপ্রাচ্যের অন্যতম দ্রুত বর্ধনশীল স্বল্পমূল্যের এয়ারলাইন। কম দামে ভ্রমণের সুযোগ দেওয়ার পাশাপাশি লাগেজ বহন, খাবার পরিবেশনসহ যাত্রীসেবায় প্রতিষ্ঠানটির ‘সদাচরণ’ নীতি ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত ড.
ঢাকা/রাহাত//
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাঈমুল ইসলাম (২৭) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত নাঈমুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দৌলতপুর এলাকার আমানুল্লাহর ছেলে। আজ বুধবার বিকেলে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের উত্তর ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, আজ বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। হাসপাতালে আনার পর দেখা যায়, আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত যুবকের মাথায় ও হাতে জখম ছিল।
এ বিষয়ে জানতে চাইলেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেলে বারইয়ারহাট পৌরবাজারের উত্তর ইউটার্নে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এখন পর্যন্ত কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে সম্পর্কে জানা সম্ভব হয়নি। আমরা লাশ হেফাজতে রেখেছি। নিহত যুবকের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’