নারায়ণগঞ্জে রপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Published: 26th, November 2025 GMT
নারায়ণগঞ্জে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। সভায় অতিথিরা পত্রিকাটির ভূয়সী প্রশংসা করে এক বছরেই তা পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেন।
জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদ, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ ও রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য প্রণব কৃষ্ণ রায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, রূপালী বাংলাদেশ এক বছরে অনেকদূর এগিয়ে গেছে। অনেক চমৎকার চমৎকার সংবাদ প্রকাশ করে পাঠকদের অন্তরে জায়গা করে নিয়েছে। দেশের স্বার্থে পত্রিকাটি ভবিষ্যতেও সত্য সংবাদ প্রকাশে দৃঢ় থাকবে এমনটাই আশা করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল, মাসুমুজ্জামান, আমির হোসাইন স্মীথ, আনোয়ার হাসান, সিনিয়র ফটো সাংবাদিক পাপ্পু ভট্টাচার্য ও সাংবাদিক অপু রহমান।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ প র স ক ল ব র স
এছাড়াও পড়ুন:
নবাগত জেলা প্রশাসকের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়
নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। ২৫ নভেম্বর-২০২৫ ইং, মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে বই দিয়ে স্বাগত জানান এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা, যানজট নিরসন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, প্রমুখ।