Risingbd:
2025-11-26@10:50:04 GMT

৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

Published: 26th, November 2025 GMT

৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার।

এদিকে লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.

) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি হিসেবে তিনটি ক্যাটাগরি করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৬৪ জেলার এসপির মধ্যে আগের ১৮ জন এসপিকে তুলে আনার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। সেক্ষেত্রে মেধাবীরা কেউ বাদ পড়েনি।”

ঢাকা/আসাদ/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৬৪ জ ল

এছাড়াও পড়ুন:

পেছনে কতটা কাজ করি, তা দেখাই না: জেফার

বর্তমান সময়ের আলোচিত সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। গানে জনপ্রিয়তা পাওয়ার পর অভিনয়েও পরিচিত মুখ হয়ে উঠেছেন। কিন্তু এবার এক ভিডিও বার্তায় জেফার মন খারাপ ও হতাশার কথা শোনালেন।  

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ৩ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও বার্তায় নিজের দীর্ঘদিনের কষ্ট, পরিশ্রমের স্বীকৃতি না পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেন জেফার। তার ভাষ্য, “অনেকেরই ধারণা, আমি শুধু গান করি—একজন কণ্ঠশিল্পী। এটা ঠিক আছে। কারণ আমরা শিল্পীরা পেছনে কতটা কাজ করি, সেটা দেখাই না। আপনারা জানবেন না, সেটাই স্বাভাবিক।” 

আরো পড়ুন:

বিয়ে স্থগিত: স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ, মুখ খুললেন গায়কের মা

সাতপাকে বাঁধা পড়লেন কণ্ঠশিল্পী পূজা

তার কাজ শুধু গান গাওয়া নয়। এ তথ্য উল্লেখ করে জেফার বলেন, “সত্যিকার অর্থে আমি শুধু গান করি না। গান সুর করা, কথা লেখা, প্রস্তুতি, মিউজিক ভিডিও—সবকিছুতে আমাকে নিজে যুক্ত থাকতে হয়। আমার গানের ৯০ শতাংশই আমার নিজের সুর। লিরিক্সেও আমি অনেক সময় জড়িত থাকি।” 

মন খারাপের কথা জানিয়ে জেফার বলেন, “এত কষ্ট করে গান প্রকাশের পর প্রশংসা যেমন আসে, গালিও আসে। কিন্তু যখন মানুষ গানের পেছনে থাকা আমার পরিশ্রম বোঝে না, আমার অবদানটুকু দেখে না—তখন খুবই খারাপ লাগে। এটা মাঝে মাঝে মানসিকভাবে প্রভাব ফেলে, বিশেষ করে এখন। তাই আজ এসব নিয়ে বলছি।” 

সবশেষে শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের পাশে থাকার অনুরোধ জানান জেফার রহমান। তার বক্তব্য, “প্লিজ, শিল্পীদের সাপোর্ট করুন—বিশেষ করে নারী শিল্পীদের। আমাদের অনেক সামাজিক বাধা পেরিয়ে কাজ করতে হয়। তারপর নানা ধরনের নেতিবাচক মন্তব্যে হতাশ হয়ে পড়ি। বাংলাদেশের মতো দেশে এই কাজ বেছে নেওয়া সহজ নয়… আপনাদের সামান্য সাহায্যই আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ