ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৬১৫
Published: 26th, November 2025 GMT
মঙ্গলবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ জন।
বুধবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ৭৮৮
এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৩ জন, খুলনা বিভাগে ৩৭ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন ও সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।
এদিকে, গত একদিনে সারা দেশে ৬৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৬৩১ জন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯২ হাজার ২১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭০ জনের।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হয় ছ ন একদ ন
এছাড়াও পড়ুন:
ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইএডিলের সরাসরি ফ্লাইট
সৌদি আরবের দ্রুত বিকাশমান স্বল্পমূল্যের এয়ারলাইন ফ্লাইএডিল বাংলাদেশের আকাশপথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) থেকে এয়ারলাইনটি ঢাকা-জেদ্দা রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট চালু করছে। এতে মধ্যপ্রাচ্যমুখী প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সাশ্রয়ী বিকল্প তৈরি হলো।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নতুন রুটের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, প্রবাসীদের জন্য যুক্তিসঙ্গত ভাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এয়ারলাইন্সগুলোকে ভাড়া নির্ধারণে আরও স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানান।
ফ্লাইএডিলের ঘোষণায় জানানো হয়, জেদ্দা থেকে এফ-৩ ৯১১২ ফ্লাইট রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ঢাকা থেকে এফ-৩ ৯১১৩ ফ্লাইট দুপুর ১টায় জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সউদিয়ার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত ফ্লাইএডিল মধ্যপ্রাচ্যের অন্যতম দ্রুত বর্ধনশীল স্বল্পমূল্যের এয়ারলাইন। কম দামে ভ্রমণের সুযোগ দেওয়ার পাশাপাশি লাগেজ বহন, খাবার পরিবেশনসহ যাত্রীসেবায় প্রতিষ্ঠানটির ‘সদাচরণ’ নীতি ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ফ্লাইএডিলের প্রধান নির্বাহী স্টিভেন গ্রিনওয়ে, এভিয়েন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জাহান।
ঢাকা/রাহাত//