বর্তমান সময়ের আলোচিত সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। গানে জনপ্রিয়তা পাওয়ার পর অভিনয়েও পরিচিত মুখ হয়ে উঠেছেন। কিন্তু এবার এক ভিডিও বার্তায় জেফার মন খারাপ ও হতাশার কথা শোনালেন।  

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ৩ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও বার্তায় নিজের দীর্ঘদিনের কষ্ট, পরিশ্রমের স্বীকৃতি না পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেন জেফার। তার ভাষ্য, “অনেকেরই ধারণা, আমি শুধু গান করি—একজন কণ্ঠশিল্পী। এটা ঠিক আছে। কারণ আমরা শিল্পীরা পেছনে কতটা কাজ করি, সেটা দেখাই না। আপনারা জানবেন না, সেটাই স্বাভাবিক।” 

আরো পড়ুন:

বিয়ে স্থগিত: স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ, মুখ খুললেন গায়কের মা

সাতপাকে বাঁধা পড়লেন কণ্ঠশিল্পী পূজা

তার কাজ শুধু গান গাওয়া নয়। এ তথ্য উল্লেখ করে জেফার বলেন, “সত্যিকার অর্থে আমি শুধু গান করি না। গান সুর করা, কথা লেখা, প্রস্তুতি, মিউজিক ভিডিও—সবকিছুতে আমাকে নিজে যুক্ত থাকতে হয়। আমার গানের ৯০ শতাংশই আমার নিজের সুর। লিরিক্সেও আমি অনেক সময় জড়িত থাকি।” 

মন খারাপের কথা জানিয়ে জেফার বলেন, “এত কষ্ট করে গান প্রকাশের পর প্রশংসা যেমন আসে, গালিও আসে। কিন্তু যখন মানুষ গানের পেছনে থাকা আমার পরিশ্রম বোঝে না, আমার অবদানটুকু দেখে না—তখন খুবই খারাপ লাগে। এটা মাঝে মাঝে মানসিকভাবে প্রভাব ফেলে, বিশেষ করে এখন। তাই আজ এসব নিয়ে বলছি।” 

সবশেষে শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের পাশে থাকার অনুরোধ জানান জেফার রহমান। তার বক্তব্য, “প্লিজ, শিল্পীদের সাপোর্ট করুন—বিশেষ করে নারী শিল্পীদের। আমাদের অনেক সামাজিক বাধা পেরিয়ে কাজ করতে হয়। তারপর নানা ধরনের নেতিবাচক মন্তব্যে হতাশ হয়ে পড়ি। বাংলাদেশের মতো দেশে এই কাজ বেছে নেওয়া সহজ নয়… আপনাদের সামান্য সাহায্যই আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আবারও ইনজুরিতে নেইমার, ফিরতে পারবেন ২০২৬ সালে

দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছেই না নেইমারের। আবারও তিনি চোটে পড়েছেন। এবার হাঁটুতে সমস্যা। এ চোট তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠাচ্ছে।

এর ফলে চলতি মৌসুমে সান্তোসের হয়ে বাকি তিন ম্যাচেও দেখা যাবে না ব্রাজিলিয়ান সুপারস্টারকে। লিগ টেবিলে ১৭তম স্থানে থাকা সান্তোস রেলিগেশনের শঙ্কায় টিকে থাকার লড়াইয়ে আছে। আর এমন সময়ে নেইমারের অনুপস্থিতি দলটির জন্য বড় দুঃসংবাদ।

আরো পড়ুন:

এস্তেভাওয়ের পেনাল্টিতে বাঁচল ব্রাজিল

কাসেমিরোর গোলে সেনেগালকে হারালো ব্রাজিল

গত এক সপ্তাহ ধরে নেইমার বাম হাঁটুতে অস্বস্তি টের পাচ্ছিলেন। মঙ্গলবারের (২৫ নভেম্বর) পরীক্ষায় ধরা পড়ে মেনিসকাসে সমস্যা। এ নিয়ে চলতি বছরেই চতুর্থবারের মতো শারীরিক সমস্যায় পড়লেন তিনি। এই নতুন ধাক্কা নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্নকেই আরো ক্ষীণ করে দিল।

সান্তোসের জন্য সামনে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলা ছিল ইন্টারন্যাসিওনালের বিপক্ষে। কিন্তু মিরাসলের বিপক্ষে আগের ম্যাচে হাঁটুর ব্যথা অনুভব করায় সেই ম্যাচেও মাঠে নামতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তে জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয়েছে তার মেনিসকাসে আঘাত রয়েছে।

এর মানে, সান্তোসের বাকি তিন লিগ ম্যাচেও তাকে পাওয়া যাবে না। যে তিন ম্যাচ দলটির লিগে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে নেইমারের মাঠে ফেরা কার্যত ২০২৬ সালেই গড়াবে।

দুই বছর আগে ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই ছন্দ ফিরে পাচ্ছেন না তিনি। এ বছরও একের পর এক চোটে ভুগতে হয়েছে তাতে। সব মিলিয়ে মোটে ২৫ ম্যাচ খেলেছেন। গোল ৭টি। জানুয়ারিতে সান্তোসে ফেরাটা ছিল ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেই। কিন্তু নিয়তি যেন অন্য পরিকল্পনা করেছিল।

এ অবস্থায় ভিলা বেলমিরোতে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। মাঠের পারফরম্যান্স ও গোলের সংখ্যা তার বিশাল বেতনকে ন্যায্যতা দিচ্ছে না। আর যদি দলটি রেলিগেট হয় তাহলে নতুন করে চুক্তি করতে পারা প্রায় অসম্ভবই হয়ে যাবে।

নেইমারের জন্য সামনে পথ তাই আরও কঠিন। চোট, অনিশ্চয়তা ও সময়ের বিরুদ্ধে এক লড়াই। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ