শীতের সকালে একটু নদীতে নামলাম: ভাবনা
Published: 26th, November 2025 GMT
ছোটপর্দা থেকে বড়পর্দা—দু’জায়গাতেই অভিনয়ের মুন্সিয়ানায় আলাদা অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দায় যেখানে তিনি সাহসী ও বৈচিত্র্যময় চরিত্রে দেখা দেন, বাস্তব জীবনেও ঠিক তেমনই খোলামেলা, সরব ও স্পষ্টভাষী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত নিজের ভাবনা—মত প্রকাশ করে থাকেন।
তারই ধারাবাহিকতায় এবার শীতের সকালে নদীতে নেমে তোলা কয়েকটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। ছবিগুলোর সৌন্দর্য, আলো আর প্রকৃতির সঙ্গে ভাবনার স্বাভাবিক উপস্থিতি মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টিকাড়ে।
আরো পড়ুন:
ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ, তিশার ব্যাখ্যা
২৩ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন তারকা জুটি
শেয়ার করা ছবিতে দেখা যায়, খোলা চুল, মুখে কোনোরকম অতিরিক্ত সাজ নেই, কালো রঙের টি–শার্টে ভাবনার হাতে কচুরিপানার ফুল তুলে নদীর ধারে দাঁড়িয়ে আছেন। প্রকৃতির রঙ, আলোর মায়া ও তার নিখাদ হাসি—সব মিলিয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে অন্যরকম শান্ত ও নিসর্গময় আবহ। ভাবনার মায়াবী দৃষ্টি আর স্বতঃস্ফূর্ত ভঙ্গিমা নেটিজেনদের মন কাড়তে বেশি সময় নেয়নি।
ছবিগুলোর ক্যাপশনে ভাবনা লিখেছেন, “শীতের সকালে একটু নদীতে নামলাম। বলেন নদীর নাম কি?” এই একটি বাক্যই মন্তব্যের ঘরে সৃষ্টি করেছে নানা মজার প্রতিক্রিয়া। কেউ তার সৌন্দর্যের প্রশংসায় মুগ্ধ, কেউ শীতে পানিতে নামার সাহস দেখে অবাক। একজন লিখেছেন, “নদী যাই হোক, আপনাকে দারুণ লাগছে।” আবার আরেকজন মজা করে লিখেছেন, “আমার তো দেখেই শীত লাগছে, আর আপনি পানিতে!”
এদিকে, চলচ্চিত্রের জন্য ভাবনার পেশাদার কমিটমেন্টও প্রশংসার দাবি রাখে। নতুন সিনেমা ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’–এ প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালনা করছেন আসিফ ইসলাম। সিনেমাটিতে ভাবনা অভিনয় করছেন এক যাত্রাপালার নায়িকার চরিত্রে—যেখানে দরকার ছিল আলাদা শরীরি ভাষা ও ভিন্ন উপস্থিতির। চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়িয়েছেন, যা নিয়ে নিজেও জানিয়েছেন আত্মবিশ্বাসী মন্তব্য।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র ভ বন র চর ত র
এছাড়াও পড়ুন:
পদোন্নতি পেলেন ২৫০ অতিরিক্ত জেলা ও দায়রা জজ
দেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক রদবদলে পদোন্নতি পেয়েছেন ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। তাদের জেলা ও দায়রা জজ পদে উন্নীত করে পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়— বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুসারে প্রথম গ্রেডের ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে তাদের পদোন্নতি কার্যকর করা হলো। পদায়নও একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। পাশাপাশি ১ ডিসেম্বরের মধ্যে নতুন পদায়নস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ, মাতৃত্বকালীন বা বিদেশে ছুটিতে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে বলা হয়েছে, ছুটি শেষে নিয়ম অনুযায়ী দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুত পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদান করতে হবে।
ঢাকা/এএএম//