Prothomalo:
2025-10-10@14:38:56 GMT

রাজধানীতে বৃষ্টি, আরও হতে পারে

Published: 10th, October 2025 GMT

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার বৃষ্টি হয়েছে। রাজধানীতে বেলা পৌনে ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। পৌনে একটায় এ প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি চলছিল। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আজ রাজধানীতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের হাওর অঞ্চলের বিভিন্ন স্থান, উত্তরবঙ্গেও আজ বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবেই এ বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আগামী দুয়েকদিনের মধ্যে বৃষ্টি কমে আসতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ পরিস্কার ছিল। রোদ উঠেছিল। টানা দুইদিন বিভিন্ন সময়ে রাজধানীতে বৃষ্টি হয়েছে। ছুটির দিনটি তাই বৃষ্টিমুক্ত থাকতে বলেই মনে করা হয়েছিল। তবে বেলা ১১টার পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। কোনো কোনো এলাকায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানীতে মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজ বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, রাজধানীতে বেশি বৃষ্টি হয়েছে বেলা ১২টার পর। সেই রেকর্ড এখনো আসেনি। তবে অনেকটাই বৃষ্টি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বেলা ১২টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। এর মাঝে ছাতা নিয়ে পথচারীর চলা। খামারবাড়ি, ঢাকা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী আটক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা–কর্মীকে আটক করেছে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের আটক করা হয়।

আটক ছাত্রলীগ কর্মীরা হলেন মো. জুনায়েদ সরদার (২০), মো. শয়ন (২০), শিহাব (২২), সৌরভ (২৫) ও ফয়সাল (২৪)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে পূর্ব দিকে মাদার কেয়ার গলিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতা–কর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ধানমন্ডি থানার পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় মোহাম্মদপুর থানার পুলিশ জুনায়েদ ও শয়নকে আটক করে। তাঁদের মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে সাইফুরস কোচিং সেন্টারে সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ধানমন্ডি থানার পুলিশ ধাওয়া দিয়ে শিহাব, সৌরভ ও ফয়সালকে আটক করেন। তাঁদের ধানমন্ডি থানায় রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ