জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘‘যারা ভারতীয় আধিপত্যের বাইরে থাকবে, তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে এনসিপি নির্বাচনের চিন্তা করছে।’’

সোমবার (১৩ অক্টোবর) রাতে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে দলটির জেলা ও উপজেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জোটে গেলেও শাপলা প্রতীকে নির্বাচন করবে এনসিপি: সারজিস

কিছু উপদেষ্টার চরিত্রের শেষ দেখতে চান সারজিস

সারজিস বলেন, ‘‘এনসিপির শাপলা প্রতীকে আইনগত বাধা নেই, তাই শাপলা প্রতীকেই নির্বাচন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যেকোনো এলায়েন্সে যেতে পারে। তবে, এনসিপি নিজের প্রতীকেই নির্বাচন করবে।’’

তিনি আরো বলেন, ‘‘এনসিপি উচ্চ কক্ষে পিআর চায়, নিম্ন কক্ষে চায় না। এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় উচ্চ কক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে দেখতে পারি, কতটুকু কাজ হলো। সেই সঙ্গে এটা দিয়ে বাংলাদেশ উপকৃত হয় কি না।’’

ঢাকা/তারিকুল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনস প

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ৫০ ঘর

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ের কেডিএস ফ্যাক্টরি-সংলগ্ন এলাকায় বস্তিতে আগুন লেগে ৫০টি ঘর পুড়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কেডিএস গার্মেন্টস কারখানার পেছনের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বস্তির অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। সেখানে মূলত নিম্ন আয়ের মানুষ বাস করত। আগুনে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ