নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত একজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের নাম আব্দুল বাতেন মিয়া (৬৮)। তিনি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। এর আগে, বুধবার দিবাগত রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরো পড়ুন:

শ্রীনগরে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু

স্থানীয় সূত্র জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাতেন মিয়ার ছেলে শাহজাহান মিয়ার সঙ্গে একই এলাকার রেজাউল করিমের বিরোধ চলে আসছিল। বুধবার রাত ৮টায় এলাকার ওয়াজ মাহফিল কোন জায়গায় হবে এ নিয়ে রেজাউল ও শাহজাহানের লোকজন বাগবিতণ্ডায় জড়ায়। পরে রেজাউল ও তার ভাই হাসিবুল হাসান লোকজন নিয়ে শাহজাহানের লোকদের ওপর হামলা করে বলে অভিযোগ। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাতেনসহ ১০ জন আহত হন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘‘দুপক্ষের সংঘর্ষে আহত একজন মারা গেছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ

এছাড়াও পড়ুন:

জাতীয় সংগীত দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত হতে শিখায় : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আজকে যে তরুণ সমাজ যারা এই খেলার আয়োজক তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ রইল, তাদের জন্য দোয়া ভালোবাসা রইল, পাশাপশি তারা যে জাতীয় সংগীত গেয়ে আজকের এই টুর্নামেন্টের উদ্ধোধন করল, জাতীয় সংগীত আমাদের কে দেশ প্রেম শিখায়, জাতীয় সংগীত আমাদের কে দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত হতে শিখায়।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া তরুণ সমাজের আয়োজেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশ আমাদের মায়ের মত, আমরা যেমন আমাদের মা,কে ভালোবাসি, তেমনি আমরা তার চাইতেও বেশি দেশ,কে ভালোবাসি।

দেশ,কে যে মায়ের চাইতে ভালোবাসে তার প্রমান দিতে তারা দেশের ক্রান্তিলগ্নে, যখনি এই দেশ কোন,না,কোন শত্রুর ধারা বিপদগামী হয়, এই দেশের উপরে যখন কোন,না,কোন হয়নার ছায়া যখন পরে তখনি এই তরুণরা এগিয়ে আসে দেশ কে মুক্ত করতে, যেমনি করে ২৪শের জুলাই-আগষ্টে দেখিছি তরুণ সমাজ এগিয়ে এসেছে।

তরুণরা দেশ,কে ভালোবেসে,দেশের জন্য রক্ত দিয়ে, মানুষের অধিকার আদায় করার জন্য সবসময় সম্মুখসারিতে অবস্থান নিয়েছে।

৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি রাজা মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, স্বেচ্ছাসেবক দলের জেলার সদস্য কাজী মাজেদুল ইসলাম,  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো: এরশাদ, জিয়া মঞ্চের নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব লুৎফর রহমান রাসেল, ছাত্রদল নেতা মেহেদী ফারহান, ইমতিয়াজ প্রমূখ।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার 
  • বন্দরে বিএনপি নেতা হান্নান ও সুলতানের বহিষ্কার আদেশ প্রত্যাহার
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় না’গঞ্জ পূজা পরিষদের বিশেষ প্রার্থনা 
  • জাসাস নেতা নুরুর মৃত্যুতে আনিসুল ইসলাম সানি’র শোক
  • বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন 
  • নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর দায়িত্ব গ্রহণ
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া
  • সংকটের মধ্যেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া : সানি
  • ইতিহাস মিথ্যা বানোয়াট তথ্যের উপর টিকতে পারবে না : নঈম জাহাঙ্গীর
  • জাতীয় সংগীত দেশ প্রেমের চেতনায় উজ্জীবিত হতে শিখায় : মামুন মাহমুদ