ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, কোনো দল শুক্রবার 'জুলাই জাতীয় সনদ ২০২৫'-এ স্বাক্ষর না করলে পরবর্তীতে সুযোগ থাকবে। তিনি বলেন, সনদ প্রক্রিয়ায় শরিক হিসেবে যে কেউ স্বাক্ষর করতে পারবে। তবে তিনি আশা করেন, সকলে একসঙ্গে বসেই স্বাক্ষর করবে। এনসিপির আইনি ভিত্তি সংক্রান্ত আপত্তির বিষয়ে তিনি বলেন, কমিশন বিষয়টি পর্যালোচনা করছে এবং এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ সুপারিশ দেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শিল্পপতি বাবুলের পক্ষে গণসংযোগ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ পথসভা করা হয়।

‎‎বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর)  বিকেলে নগরীর ১নং  গেইট থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী শুরু হয়। 

‎‎বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। 

‎‎এসময় তিনি বলেন, আপনারা যারা আজকে আমার সাথে কষ্ট করেছেন আমি আশা করি আপনাদের এই কষ্ট বিফলে যাবেনা,  ‎একটি রাষ্ট্রে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। দল যদি আমার ভাইকে মনোনীত করে এবং জনগণ যদি আমাদের পাশে থাকে তাহলে নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।

‎এসময় তারা  নারায়ণগঞ্জ ১নং বাস স্ট্যান্ড হতে শুরু করে,  টানবাজার, ডাইলপট্টি, নিতাইগঞ্জ, কেরোসিন ঘাট, বাপ্পি চত্বর, শহীদনগর, পাঠাননগর, কড়ইতলা, আলামীন নগর, তামাক পট্টি হয়ে বাপ্পি চত্বরে এসে লিফলেট বিতরণ ও গণসংযোগ সমাপ্তি করা হয়৷ 

সম্পর্কিত নিবন্ধ