ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, কোনো দল শুক্রবার 'জুলাই জাতীয় সনদ ২০২৫'-এ স্বাক্ষর না করলে পরবর্তীতে সুযোগ থাকবে। তিনি বলেন, সনদ প্রক্রিয়ায় শরিক হিসেবে যে কেউ স্বাক্ষর করতে পারবে। তবে তিনি আশা করেন, সকলে একসঙ্গে বসেই স্বাক্ষর করবে। এনসিপির আইনি ভিত্তি সংক্রান্ত আপত্তির বিষয়ে তিনি বলেন, কমিশন বিষয়টি পর্যালোচনা করছে এবং এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ সুপারিশ দেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ৫০ ঘর

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ের কেডিএস ফ্যাক্টরি-সংলগ্ন এলাকায় বস্তিতে আগুন লেগে ৫০টি ঘর পুড়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কেডিএস গার্মেন্টস কারখানার পেছনের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বস্তির অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। সেখানে মূলত নিম্ন আয়ের মানুষ বাস করত। আগুনে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ