আগামীকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ সই হবে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে এই সনদ তৈরি করেছে। ৩০টি রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে। এই সনদে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও সংস্কারের অঙ্গীকার রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ৫০ ঘর
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ের কেডিএস ফ্যাক্টরি-সংলগ্ন এলাকায় বস্তিতে আগুন লেগে ৫০টি ঘর পুড়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কেডিএস গার্মেন্টস কারখানার পেছনের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বস্তির অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। সেখানে মূলত নিম্ন আয়ের মানুষ বাস করত। আগুনে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
ঢাকা/রেজাউল/রফিক