জুলাই সনদ ইস্যু: সংসদের সামনে উত্তপ্ত পরিস্থিতি, গাড়ি ভাঙচুর
Published: 17th, October 2025 GMT
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। যখন আন্দোলনকারীদের একটি অংশ ১২ নম্বর গেট ভেঙে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে।
পুলিশের বাধা অতিক্রম করে ভেতরে প্রবেশ করা আন্দোলনকারীদের সঙ্গে তখনই ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষের সময় কিছু জুলাই যোদ্ধা সংসদের বাইরে চলে আসেন এবং সেখানে বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ করে।
আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায়। কমপক্ষে দুটি পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা দূর থেকে ইট-পাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে।
পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করে। আন্দোলনকারীরা দাবি করছেন, সরকার যদি তাদের তিন দফা দাবি মেনে না নেয়, তবে তারা দক্ষিণ প্লাজা ত্যাগ করবেন না।
ঢাকা/এএএম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ৫০ ঘর
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ের কেডিএস ফ্যাক্টরি-সংলগ্ন এলাকায় বস্তিতে আগুন লেগে ৫০টি ঘর পুড়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কেডিএস গার্মেন্টস কারখানার পেছনের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বস্তির অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে। সেখানে মূলত নিম্ন আয়ের মানুষ বাস করত। আগুনে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।
ঢাকা/রেজাউল/রফিক