উপমহাদেশের প্রখ্যাত মরমি সাধক, কবি ও মানবতাবাদী দার্শনিক ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস আজ (১৭ অক্টোবর)। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।

শুক্রবার সন্ধ্যায় কালিন্দীর তীরে লালন মুক্ত মঞ্চে স্মরণোৎসবের উদ্বোধন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবারই প্রথম জাতীয় পর্যায়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, লালন গবেষক ও বিশিষ্ট কবি ফরহাদ মজহার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন।

অনুষ্ঠানের শুরুতে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

লালন স্মরণোৎসবে লাখো ভক্ত ও দর্শনার্থীদের পদচারণয় মুখরিত হয়ে উঠেছে। আলোচনা সভা শেষে লালন মুক্ত মঞ্চে শুরু হয় লালনের গানের আসর।

ঢাকা/কাঞ্চন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স মরণ ৎসব

এছাড়াও পড়ুন:

আপনি এত সুন্দর কেন? জবাবে জয়া লিখলেন...

২ / ৮এসব ছবি দিয়ে জয়া লিখেছেন, ‘কৃষ্ণচূড়া বা রক্তচূড়া বা গুলমোহর…। অভিনেত্রীর ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ