গুয়াহাটি টেস্টে শুবমান গিল খেলতে পারবেন না—তা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু ক্রিকেট–বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর খবর, ভারত টেস্ট দলের এই অধিনায়ককে দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্টে। গুয়াহাটিতে আগামী শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। কলকাতায় জিতে আপাতত সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

গত ১৬ অক্টোবর শেষ হওয়া কলকাতা টেস্টে ঘাড়ের চোটে ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পারেননি গিল। ঘাড়ে টান লাগায় ম্যাচে দ্বিতীয় দিনে হাসপাতালে যেতে হয় তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সহ-অধিনায়কের দায়িত্বে থাকা ঋষভ পন্ত গিলের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

কলকাতা টেস্টে ঘাড়ে চোট পান গিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পিসিবির নির্বাচক ও যুব উন্নয়নপ্রধানের পদ ছাড়লেন আজহার আলী

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক ও যুব উন্নয়ন বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আজহার আলী। পিসিবি কিংবা আজহার নিজে ব্যাপারটি প্রকাশ না করলেও এ খবর নিশ্চিত করেছে ইএসপিএনক্রিকইনফো। ১২ মাস এই পদে দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন আজহার।

ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, পিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরে মতপার্থক্যের জেরে পদত্যাগ করেছেন আজহার। বিষয়টি চূড়ান্ত রূপ নেয় সরফরাজ আহমেদকে পিসিবি পাকিস্তান শাহিনস (এ দল) ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পর। যদিও সরফরাজের এ নিয়োগ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পিসিবি। সফর আয়োজন, পরিচালনা, প্রশিক্ষণ ক্যাম্প—এসব সরফরাজের দায়িত্বের আওতাভুক্ত।

ক্রিকেটবিষয়ক খবরের এই পোর্টাল তাদের প্রতিবেদনে লিখেছে, আজহারের সম্ভবত মনে হয়েছে, সরফরাজের নিয়োগটি তাঁর দায়িত্বের সঙ্গে মিলে যায় এবং এ কারণে নিজের অবস্থান টিকিয়ে রাখা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।

সরফরাজ আহমেদ

সম্পর্কিত নিবন্ধ

  • পিসিবির নির্বাচক ও যুব উন্নয়নপ্রধানের পদ ছাড়লেন আজহার আলী