স্টার্ক কি সত্যিই ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার গতিতে বোলিং করেছেন
Published: 19th, October 2025 GMT
মিচেল স্টার্কের এক ডেলিভারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়! হওয়ারই কথা। অস্ট্রেলিয়ার বাঁহাতি এ পেসারের একটি ডেলিভারির গতি উঠেছে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার, যা মাইলের হিসাবে ঘণ্টায় ১০৯। আন্তর্জাতিক ক্রিকেটে বলের গতি রেকর্ড করার পর এত দ্রুতগতির বল আর দেখা যায়নি। যার অর্থ, বিশ্ব রেকর্ড গড়েছেন স্টার্ক!
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির রেকর্ডটা শোয়েব আখতারের। পাকিস্তানের তারকা পেসার ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.
এককথায় উত্তর হবে—‘না’। টিভি সম্প্রচারে স্টার্কের বলের যে গতি দেখানো হয়েছে, তা ভুল। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বলছে, ওটা ছিল গ্রাফিকসের ভুল। অন্যান্য সম্প্রচারকের তথ্য অনুযায়ী বলটির প্রকৃত গতি ছিল ঘণ্টায় ১৪০.৮ কিলোমিটার।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বলছে, ওটা ছিল গ্রাফিকসের ভুলউৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
জানমালের নিরাপত্তা যেখানে, আ.লীগের ভোটও সেখানে: মুফতি ফয়জুল
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, কিন্তু তাদের ভোটাররা পালায়নি। তারা এখন খুঁজছে, ভোট কাকে দেবে? আমি স্পষ্টভাবে বলছি, যারা তাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে, তারা তাদেরকেই ভোট দেবে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনও নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে।
তিনি বলেন, শুধু রাস্তা-ঘাট উন্নয়নই একজন সংসদ সদস্যের (এমপি) কাজ নয়। এসব হলো শুভঙ্করের ফাঁকি। বাস্তবতা হলো, তারা উন্নয়নের নামে ইসলামের বিরুদ্ধে আইন পাস করছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, একজন এমপির প্রধান দায়িত্ব হচ্ছে, ন্যায়ভিত্তিক আইন প্রণয়ন। সংসদে ইসলামের পক্ষে বা বিপক্ষে যে আইন পাস হয়, তার দায়ভার ভোটারদেরও নিতে হবে। কারণ, ভোট দিয়েই আপনারা সেই সিদ্ধান্তের অংশীদার হচ্ছেন।
তিনি আরো বলেন, যদি ইসলামের পক্ষে ভোট দেন, তার বরকত দুনিয়া ও আখিরাতে ভোটাররাই পাবেন। তাই, সঠিক সিদ্ধান্ত নিতে হবে আল্লাহভীতির ভিত্তিতে।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, লক্ষ্মীপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন ও রামগঞ্জ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জাকির হোসাইন পাটোয়ারী, রামগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ সাইফুল ইসলামসহ অনেকে।
ঢাকা/লিটন/রফিক