দেশে পরপর কয়েকটি অগ্নিকাণ্ড ঘটার পর সেগুলো নিয়ে আলোচনার মধ্যে ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চে আগুনের ভিডিও ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘এবার ঢাকা সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন, দেশে যেন আগুনের খেলা শুরু হয়েছে।’

গত কয়েক দিনে দেশে কয়েকটি বড় অগ্নিকাণ্ড ঘটে। গত বুধবার ঢাকার মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা এবং একটি রাসায়নিকের গুদামে আগুন লেগে ১৬ জনের মৃত্যু ঘটে। এরপর গত শুক্রবার আগুন লাগে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায়। শনিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

এর পরপরই রোববার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নদীতে একটি লঞ্চে আগুন লেগেছে। ‘ঢাকা সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন লেগেছে’ শিরোনামে ছড়াচ্ছে এটি।

লিংক: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি নতুন নয়। ইনভিড টুলে কি-ফ্রেম বিশ্লেষণ করে রিভার্স সার্চে পাওয়া যায়, এটি ২০২৩ সালের ৩০ জুন রাজধানীর সদরঘাটে ‘ময়ূর-৭’ নামের একটি লঞ্চে আগুন লাগার সময় ধারণ করা ভিডিও।

সে সময় মূলধারার সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৩০ জুন বেলা ১১টার দিকে লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ঢাকা-চাঁদপুরগামী ‘ময়ূর-৭’ লঞ্চে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে।

সংবাদের লিংক: এখানে, এখানে, এখানে, এখানে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছিলেন, লঞ্চটি তখন ঘাটে দাঁড়ানো অবস্থায় ছিল এবং এতে কোনো যাত্রী ছিল না। আগুন লঞ্চের দ্বিতীয় তলায় লেগেছিল।

গত কয়েক দিনে সদরঘাটে কোনো লঞ্চে আগুন লাগার খবর কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং সম্প্রতি সদরঘাটে লঞ্চে আগুন লাগার দাবিটি ঠিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের পুরোনো ঘটনার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০২৩ স ল র আগ ন ল গ সদরঘ ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ঝোঁক জাপানের প্রতি কেন বাড়ছে, শীর্ষ ৫ গন্তব্যে বড় পরিবর্তন

বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে জাপান। ২০২৫ ওপেন ডোরস রিপোর্ট (২০২৩/২৪ শিক্ষাবর্ষ) অনুযায়ী, দেশটিতে মার্কিন শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে ১৫.৯%, যা শীর্ষ ৫ গন্তব্যের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

জাপানে শিক্ষার্থীসংখ্যা এক বছরে ৯ হাজার ৬৭৮ থেকে বেড়ে ১১ হাজার ২১৭–এ পৌঁছেছে। ভাষা শিক্ষা, স্টেম কোর্স, প্রযুক্তি ও ব্যবসাসংশ্লিষ্ট প্রোগ্রামের চাহিদা বৃদ্ধিকে এই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথামেটিকস—এই চার বিষয়ের প্রথম অক্ষর মিলিয়ে সংক্ষেপে বলা হচ্ছে স্টেম এডুকেশন।

শীর্ষে ইউরোপ

জাপানের দ্রুত অগ্রগতি সত্ত্বেও মার্কিন শিক্ষার্থীদের প্রধান পছন্দের স্থান ইউরোপ। শীর্ষে থাকা ইতালিতে পড়াশোনা করেছেন ৪৫ হাজার ৬৭ শিক্ষার্থী, যা মোট অংশগ্রহণের ১৫.১%।

স্পেন ও যুক্তরাজ্যও তালিকার প্রথম সারিতে রয়েছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। তবে ফ্রান্সে শিক্ষার্থী অংশগ্রহণ কমেছে ২.১%।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে ধস, বছরে কমেছে ১৭%১৮ নভেম্বর ২০২৫শীর্ষ ৫ গন্তব্য (২০২৩–২৪ শিক্ষাবর্ষ)

১. ইতালি (১৫.১০%)

২. স্পেন (১২.৪০%)

৩. যুক্তরাজ্য (১২.২০%)

৪. ফ্রান্স (৫.৬০%)

৫. জাপান (৩.৮০%)

এশিয়ার প্রতি আকর্ষণ বাড়ছে

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের পাশাপাশি এশিয়ায়, বিশেষ করে জাপানের প্রতি মার্কিন শিক্ষার্থীদের আগ্রহ দ্রুত বাড়ছে। বিভিন্ন সাংস্কৃতিক অভিজ্ঞতা, প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষার পরিবেশ ও উদীয়মান একাডেমিক সুযোগকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনবিগ ফোর-এর জায়গায় কি উচ্চশিক্ষার নতুন গন্তব্যে জার্মানি, ফ্রান্স ও স্পেন৩০ নভেম্বর ২০২৫নতুন প্রবণতা

২০২৫ ওপেন ডোরস রিপোর্ট অনুযায়ী, মার্কিন শিক্ষার্থীদের বৈশ্বিক পছন্দ পরিবর্তিত হচ্ছে। প্রচলিত গন্তব্যগুলো শক্ত অবস্থানে থাকলেও নতুন দেশগুলোর প্রতি আকর্ষণ বাড়ছে, যা বৈশ্বিক শিক্ষা মানচিত্রকে আরও বহুমুখী করছে।

আরও পড়ুনবিনা মূল্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্স, আবেদনসহ জেনে নিন সব৮ ঘণ্টা আগেআরও পড়ুনযে ১০ দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে কঠিন২৫ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ইমরান খানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বোন উজমা
  • যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ঝোঁক জাপানের প্রতি কেন বাড়ছে, শীর্ষ ৫ গন্তব্যে বড় পরিবর্তন