ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ পরপারে পাড়ি জমালেও তাকে ঘিরে ভক্তদের ভালোবাসা ও আবেগ আরো গভীর হয়ে উঠছে। অসমিয়া, বাংলা ও হিন্দি—তিন ভাষায় অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে বেশ কিছু গান অপ্রকাশিত রয়ে গেছে। সেসবেরই একটি ‘অবুঝ পাখি’ এবার প্রকাশ্যে এলো। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) জুবিন গার্গের ৫৪তম জন্মবার্ষিকীতে গানটি অবমুক্ত করা হয়। গীতিকবি ও প্রযোজক জুলফিকার রাসেলের ইউটিউব চ্যানেল ‘জুটি’-তে প্রকাশিত হয়েছে এটি। গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল, সুর ও সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী। 

আরো পড়ুন:

তামাক নিয়ন্ত্রণে বিনোদন সাংবাদিকদের ওরিয়েন্টেশন

প্রতারণার অভিযোগে যশের মায়ের মামলা

জুলফিকার রাসেল জানান, ২০১৫–২০১৬ সালে তার লেখা ৭টি বাংলা গানে কণ্ঠ দেন জুবিন গার্গ। রেকর্ডিং হয় আসামে, জুবিনের ব্যক্তিগত স্টুডিওতে। পরে জুবিনের পরামর্শেই গানগুলোর হিন্দি সংস্করণ তৈরি করা হয়। বাংলা ও হিন্দি মিলিয়ে মোট ১৪টি ট্র্যাক জমা হয়। এগুলোর সবই জুবিন গার্গের রেখে যাওয়া অমূল্য সম্পদ। 

জুবিন আর বেঁচে না থাকায় তার অপ্রকাশিত গানগুলো প্রকাশে কিছুটা সংশয় ছিল বলে জানান জুলফিকার রাসেল ও টুনাই দেবাশীষ গাঙ্গুলী। তাই দায়িত্ব দেন জুবিনের স্ত্রী গরিমা গার্গকে। 

টুনাই দেবাশীষ গাঙ্গুলী ১৫ নভেম্বর আসামে গিয়ে গরিমার সঙ্গে দেখা করেন। অসুস্থতার কারণে দীর্ঘ আলোচনা সম্ভব না হলেও গরিমা জন্মদিন উপলক্ষে দ্রুত একটি গান প্রকাশের পরামর্শ দেন। সেই অনুযায়ী লিরিক্যাল ভিডিও আকারে মুক্তি পায় ‘অবুঝ পাখি’। 

টুনাই দেবাশীষ গাঙ্গুলী বলেন, “অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছি, কিন্তু জুবিন গার্গ আলাদা। তিনি না থাকলেও গান প্রকাশের মুহূর্তে মনে হয়েছে তিনি আছেন—প্রচণ্ডভাবে আছেন। এই গান শুধু আসামের জন্য নয়, জুবিনের বিশ্বব্যাপী ভক্তদের জন্য।” 

জুলফিকার রাসেল আবেগভরে বলেন, “মেঘালয়ে গানের ভিডিও শুট করার কথা ছিল। আলোচনা চলছিল। কিন্তু তার আগেই তিনি চলে গেলেন। জন্মদিনে আমাদের প্রথম নিবেদন প্রকাশ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।” 

তাদের ইচ্ছা—এক এক করে সব গান প্রকাশ করে এর আয় জুবিন গার্গ ট্রাস্টে জমা দিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া। 

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন গার্গ। সময় যত গড়াচ্ছে, তার মৃত্যু নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। নানা ধরনের সন্দেহ দানা বাঁধছে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের মৃত্যু হয়েছে। পরে দাবি করা হয়, স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে। তার গানের দলের সদস্য শেখরের দাবি, বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে তাকে। ফলে বরেণ্য এই গায়কের মৃত্যু যেন গোলক ধাঁধায় রূপ নিয়েছে। 

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ন প রক শ প রক শ ত

এছাড়াও পড়ুন:

‘কালো’ ও ‘মোটা’ বলে কটাক্ষ, সমালোচকদের জবাব মিস ইউনিভার্স পাকিস্তানের

থাইল্যান্ডে বসেছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। ১২২টি দেশের সুন্দরীরা অংশ নিয়েছেন এতে। এ আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন রোমা রিয়াজ। প্রতিযোগিতায় যেখানে নিজ দেশ থেকে সমর্থন পাওয়ার কথা, সেখানে কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। গায়ের রং, উচ্চতা ও কিছুটা ভারী শারীরিক গড়নের কারণে কয়েক দিন ধরেই তাঁর শুনতে হচ্ছে, ‘পাকিস্তানে কি সুন্দরী নারীর আকাল পড়ল!’ এর মতো মন্তব্য। এই ঘৃণাত্মক মন্তব্যের বিরুদ্ধে এবার সরাসরি মুখ খুললেন এই সুন্দরী। ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করে তাঁকে নিয়ে করা বর্ণবাদী ও বডিশেমিং মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

রোমা রিয়াজ

সম্পর্কিত নিবন্ধ