বিদেশযাত্রায় বিমানের টিকিট কাটা সহজ করল বাংলাদেশ ব্যাংক
Published: 20th, November 2025 GMT
এখন থেকে আন্তর্জাতিক গন্তব্যের যেকোনো বিমান টিকিট ভ্রমণকারীরা নিজেরাই ঘরে বসে কাটতে পারবেন। আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত যেকোনো কার্ডে বিমান টিকিট কাটতে পারবেন এ দেশের নাগরিকেরা। এ জন্য কোনো এজেন্সি বা ব্যাংকে যেতে হবে না। বিদেশ ভ্রমণকারী নাগরিকদের বিমান টিকিট কাটা সহজ করতে ও প্রতিযোগিতামূলক দামে যাতে ভ্রমণকারীরা টিকিট কাটতে পারেন, সে জন্য এই ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট কার্ডের বৈদেশিক মুদ্রার সীমার মধ্যে যেকোনো দামের টিকিট ঘরে বসে কাটতে পারবেন ভ্রমণকারীরা। আগে বৈদেশিক মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে ৩০০ মার্কিন ডলারের সীমা আরোপিত ছিল। ফলে বৈদেশিক মুদ্রায় একবারে ৩০০ ডলারের বেশি দামের কোনো পণ্য বা সেবা কিনতে পারতেন না এ দেশের কার্ড ব্যবহারকারীরা। এখন বিমান টিকিটের ক্ষেত্রে এই সীমার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার পর ব্যবহৃত সমপরিমাণ অর্থ আবার কার্ডে পুনর্ভরণ বা রিফিল করা যাবে। তবে অর্থ পুনর্ভরণের আগে নিশ্চিত করতে হবে টিকিটের অর্থ সম্পূর্ণভাবে দেশের ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়েছে। প্রতিটি পুনর্ভরণের ক্ষেত্রে টিকিট কেনার তথ্য আলাদা করে রেকর্ড রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশি বিমান সংস্থাগুলোর টিকিট বিক্রির আয় বাংলাদেশে অনুমোদিত ডিলার ব্যাংকের সঙ্গে থাকা তাদের বৈদেশিক মুদ্রার ব্যাংক হিসাবে জমা করতে হবে। তবে স্থানীয় মালিকানার বিমান সংস্থার ক্ষেত্রে সংগৃহীত অর্থ অবশ্যই টাকায় রূপান্তর করে জমা করতে হবে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ ব্যবস্থার মাধ্যমে বিদেশে ভ্রমণকারীরা সহজে টিকিট কিনতে পারবেন। ফলে বাজারে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত হবে। আর দেশি ও বিদেশি টিকিটের মূল্যে বৈষম্য কমানো যাবে। বিদেশি গন্তব্যের টিকিটের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ রমণক র র প রব ন
এছাড়াও পড়ুন:
ইরান কেন ভারতীয়দের জন্য ভিসামুক্ত ভ্রমণ স্থগিত করল
জালিয়াতি ও মানব পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় ২২ নভেম্বর থেকে ভারতীয় নাগরিকেরা আর ভিসামুক্ত সুবিধায় ইরানে ঢুকতে পারবেন না। পর্যটন বৃদ্ধির লক্ষ্যে ইরান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা চালু করেছিল।
ওই সুবিধা চালুর পর থেকে বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। দেখা গেছে, চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা অন্যান্য দেশে ট্রানজিটের আশ্বাস দিয়ে ভারতীয়দের ইসলামিক প্রজাতন্ত্রে প্রলুব্ধ করা হয়েছিল। এ কারণে তেহরান এই পদক্ষেপ নিয়েছে।
ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক্স–এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ভারতীয় পর্যটকেরা এখনো ইরানে সহজেই ভিসা নিয়ে যেতে পারবেন। ২২ নভেম্বর থেকে যে নতুন নিয়মে তাঁদের জন্য ভিসা বাতিল করার কথা ছিল, সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে।
এতে বলা হয়েছে, এই তারিখ (২২ নভেম্বর) থেকে, সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে প্রবেশ বা ট্রানজিটের জন্য ভিসা নিতে হবে।
ইরানে পর্যটনশুধু পর্যটনের উদ্দেশ্যে ইরানের ভিসামুক্ত প্রবেশের সুবিধা ভারতীয়দের দেওয়া হয়েছিল। প্রতি ছয় মাসে একবার ১৫ দিনের জন্য এই সুবিধা ছিল। এটি চাকরির জন্য প্রযোজ্য ছিল না। ইসফাহান ও শিরাজের মতো ঐতিহ্যবাহী শহর, কোম ও মাশহাদের মতো পবিত্র স্থান, সেই সঙ্গে মরুভূমির দৃশ্য এবং প্রাচীন সিল্ক রোড থাকার কারণে ভারতীয় ভ্রমণকারীদের জন্য ইরান অন্যতম প্রিয় পর্যটন গন্তব্য বলে মনে করা হয়।
এ ছাড়া ইরান গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট, বিশেষ করে স্বল্প বাজেটের পর্যটকদদের যাঁরা ইউরোপ বা মধ্য এশিয়ার দেশগুলোতে ভ্রমণ করতে চান, তাঁদের জন্য।
ভারতের প্রতিক্রিয়াভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় নাগরিকদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা তৃতীয় দেশে ট্রানজিটের আশ্বাস দিয়ে ইরানে প্রলুব্ধ করার বেশ কয়েকটি ঘটনা সরকারের নজরে এসেছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ভিসামুক্ত সুবিধার অপব্যবহার করে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের ইরানে ভ্রমণের জন্য প্রলুব্ধ করা হয়েছিল। ইরানে যাওয়ার পর তাঁদের মধ্যে অনেককে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে।’
এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে তেহরান ইরান ভ্রমণকারী সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্তি সুবিধা স্থগিত করেছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে।
পররাষ্ট্র বলেছ, ‘অপরাধী চক্রের এই সুবিধার অপব্যবহার রোধের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তারিখ থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ইরানে প্রবেশ বা ট্রানজিটের জন্য ভিসা নিতে হবে।’
মন্ত্রণালয় ইরান ভ্রমণের পরিকল্পনা করছেন এমন ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকতে বলেছে। বলেছে, ভিসামুক্ত ভ্রমণের বা ইরান হয়ে তৃতীয় দেশে ট্রানজিটের লোভ দেখায় এমন এজেন্টদের এড়িয়ে চলতে।
ইরানে জালিয়াতির ঘটনাচলতি বছরের মে মাসে অবৈধ পথে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল এমন তিনজন পাঞ্জাবি পুরুষকে ইরানে অপহরণ করা হয়েছিল। জাসপাল সিং (এসবিএস নগর), অমৃতপাল সিং (হোশিয়ারপুর) ও হুশানপ্রীত সিংকে (সাংরুর) দুবাই-ইরান রুট হয়ে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল পাঞ্জাবের এক এজেন্ট। তিনি তাঁদের ইরানে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।
তবে ১ মে ইরানে নামার পরপরই তাঁদের অপহরণ করা হয় বলে জানা যায়। ভুক্তভোগীদের পরিবারের দাবি, অপহরণকারীরা তাঁদের কাছে ১ কোটি রুপি মুক্তিপণ দাবি করেছিল।
ভারতের অনুরোধে ইরানি কর্তৃপক্ষ হস্তক্ষেপ করার পর ওই তিনজনকে উদ্ধার করা হয়।