‘দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করলাম’
Published: 20th, November 2025 GMT
‘দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করলাম’- চিরকুটে এমন কথা লিখে নিখোঁজ হয়েছিলেন জিয়াউর রহমান (৪৬) নামের এক ব্যবসায়ী। তার ট্রেনে কাটা পড়া মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
গত মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে চিরকুট লিখে রেখে নিখোঁজ হন পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের সেঞ্চুরি টেইলার্সের মালিক জিয়াউর রহমান। সেদিন সন্ধ্যার পর পাবনা-রাজশাহী রেললাইনের আটঘরিয়া উপজেলার মাঝপাড়া রেলওয়ে ট্র্যাকের ৯ নম্বর ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়েন তিনি।
জিয়াউর রহমান ভাঙ্গুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সারুটিয়া ওয়াবদা এলাকার মৃত শাহজাহান আলী ছেলে।
তার চাচাত ভাই জাকারিয়া হোসেন জানিয়েছেন, জিয়াউর রহমান দুই সন্তানের জনক। কয়েক বছর আগে তিনি ব্রেইনস্ট্রোক করেছিলেন। এর আগেও তিনি নিখোঁজ হয়েছিলেন। তবে, এবার সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মিলেনি। তার নিখোঁজের পর ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিয়াউর রহমানের ছোট ছেলে ইজাজ হোসেন বলেছেন, “আমি বাসা থেকে খাবার নিয়ে দোকান গিয়ে শুনি, বাবা দোকানে নেই। দোকানে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে গেছেন। এ সময় পাশের একটি টেবিলে একটি চিরকুট পাওয়া যায়। মনে হয়, যাওয়ার সময় আমার বাবা চিরকুট লিখে রেখে যান।”
চিরকুটে জিয়াউর রহমান লিখেছেন, 'দোকান-সংসার চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করিলাম, কেউ দায়ী নয়।” তারপর তার নিজের নাম জিয়াউর রহমান লিখে ১৯/১১/২০২৫ ইং তারিখ লিখে গেছেন।
নিখোঁজ জিয়াউর রহমানের বিষয়ে থানায় জিডির তথ্য নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, ভাঙ্গুড়ার সেঞ্চুরি টেইলার্সের মালিক জিয়াউর রহমানের মাথায় সমস্যা ছিল। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছিলেন তিনি। যেহেতু, ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, তাই বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।”
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেছেন, “ওই লোকটি বুধবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে ট্রেন এলে তিনি কাটা পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
ঢাকা/শাহীন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ য় উর রহম ন চ রক ট র লওয়
এছাড়াও পড়ুন:
টিএইচই ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাংকিংয়ে দেশ সেরা ঢাবি
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাংকিং ২০২৬-এ দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। একইসঙ্গে গ্লোবাল র্যাংকিংয়ে ঢাবি ৫২তম অবস্থান নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ র্যাংকিং প্রকাশ করে টিএইচই। র্যাংকিংয়ে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
আরো পড়ুন:
গবেষণায় অনুদান পেলেন নোবিপ্রবির ১৮ শিক্ষক
নোবিপ্রবির আওয়ামীপন্থি কর্মকর্তা স্থায়ী বহিষ্কার
দেশ সেরা ১০ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৩০১–৩৫০), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্বে ৩৫১–৪০০), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিশ্বে ৪০১–৫০০), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (বিশ্বে ৪০১–৫০০), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৪০১–৫০০), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৫০১–৬০০), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৫০১–৬০০), খুলনা বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৬০১–৮০০) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৬০১–৮০০)।
বিশ্বব্যাপী শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যথাক্রমে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ডিউক বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ওয়াখেনিনগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ (নেদারল্যান্ডস) ও পার্ডিউ ইউনিভার্সিটি।, ওয়েস্ট লাফায়েত রয়েছে।
দ্বিতীয়বারের মতো প্রকাশিত এই র্যাংকিং শুরু হয় ২০২৪ সালের নভেম্বরে। এটি চালু করে যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন, যা শিমিড সায়েন্স ফেলোস এর সহযোগিতায় পরিচালিত হয়।
এবারের র্যাংকিংয়ে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে, যা গত বছরের তুলনায় অংশগ্রহণে প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
র্যাংকিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ইনপুট (অর্থায়ন ও সুবিধা), প্রক্রিয়া (সফলতা, প্রশাসনিক সহায়তা) ও আউটপুট (গবেষণা প্রকাশনা, মান ও খ্যাতি)-এই তিনটি মূল দিক বিবেচনা করা হয়েছে। এছাড়া এবার ইন্টারডিসিপ্লিনারি পরিধি সম্প্রসারিত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমের বিস্তৃততা প্রতিফলিত করে।
ঢাকা/শফিউল্লাহ/মেহেদী