রাঙামাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আবার স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ নিয়োগে কোটাবৈষম্য ও অনিয়মের অভিযোগ তুলে তিন সংগঠনের হরতাল পালনের পর এ সিদ্ধান্ত নেয় পার্বত্য জেলা পরিষদ। আগামীকাল শুক্রবার এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক বৈশালী চাকমা প্রথম আলোকে বলেন, ‘হরতালের কারণে সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙামাটি জেলা পরিষদ ও নিয়োগ বোর্ড এ নির্দেশনা দিয়েছেন।’

এর আগে গতকাল বেলা তিনটায় কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ নামের তিনটি সংগঠন আজ বৃহস্পতিবার থেকে টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দেয়। পরে আজ সকাল ছয়টায় এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া তিনটি সংগঠনই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের। তাদের ডাকা হরতালের কারণে শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন অফিস-আদালতে কাজে যাওয়া মানুষ ও সাধারণ পথচারীরা।

আজ সকাল সাড়ে আটটায় সরেজমিন দেখা যায়, জেলা শহরের কলেজ গেট, ভেদভেদি, তবলছড়ি, দোয়েল চত্বর, বনরূপা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছেন হরতাল সমর্থনকারীরা। শহরের অভ্যন্তরীণ যোগাযোগের অন্যতম মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা থেকে শুরু করে দূরপাল্লার গাড়ি ও নদীপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

রাঙামাটি শহরের দোয়েল চত্বরে পুলিশের উপস্থিতি। আজ সকালে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হরত ল র পর ক ষ শহর র

এছাড়াও পড়ুন:

টিএইচই ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দেশ সেরা ঢাবি

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং ২০২৬-এ দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। একইসঙ্গে গ্লোবাল র‍্যাংকিংয়ে ঢাবি ৫২তম অবস্থান নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ র‌্যাংকিং প্রকাশ করে টিএইচই। র‍্যাংকিংয়ে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। 

আরো পড়ুন:

গবেষণায় অনুদান পেলেন নোবিপ্রবির ১৮ শিক্ষক

নোবিপ্রবির আওয়ামীপন্থি কর্মকর্তা স্থায়ী বহিষ্কার 

দেশ সেরা ১০ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৩০১–৩৫০),  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্বে ৩৫১–৪০০), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিশ্বে ৪০১–৫০০), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (বিশ্বে ৪০১–৫০০), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৪০১–৫০০), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৫০১–৬০০), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৫০১–৬০০), খুলনা বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৬০১–৮০০) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৬০১–৮০০)।

বিশ্বব্যাপী শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যথাক্রমে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ডিউক বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ওয়াখেনিনগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ (নেদারল্যান্ডস) ও পার্ডিউ ইউনিভার্সিটি।, ওয়েস্ট লাফায়েত রয়েছে।

দ্বিতীয়বারের মতো প্রকাশিত এই র‍্যাংকিং শুরু হয় ২০২৪ সালের নভেম্বরে। এটি চালু করে যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন, যা শিমিড সায়েন্স ফেলোস এর সহযোগিতায় পরিচালিত হয়।

এবারের র‍্যাংকিংয়ে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে, যা গত বছরের তুলনায় অংশগ্রহণে প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

র‍্যাংকিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ইনপুট (অর্থায়ন ও সুবিধা), প্রক্রিয়া (সফলতা, প্রশাসনিক সহায়তা) ও আউটপুট (গবেষণা প্রকাশনা, মান ও খ্যাতি)-এই তিনটি মূল দিক বিবেচনা করা হয়েছে। এছাড়া এবার ইন্টারডিসিপ্লিনারি পরিধি সম্প্রসারিত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমের বিস্তৃততা প্রতিফলিত করে।

ঢাকা/শফিউল্লাহ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ