খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম রিমন ত্রিপুরা (২২)।

এর আগে গতকাল সন্ধ্যায় একই ঘটনায় অভিযুক্ত এক কিশোরসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অভিযুক্ত আরেকজন এখনো পলাতক বলে জানিয়েছে পুলিশ।

দলবদ্ধ ধর্ষণের ঘটনায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী গত সোমবার উপজেলার একটি ইউনিয়নে বেড়াতে এসেছিল। ওই রাতে স্থানীয় একটি মন্দিরে শ্যামাপূজা দেখতে যায় সে। একপর্যায়ে আসামিরা কিশোরীকে আরেকটি মন্দিরে পূজা দেখতে নিয়ে যাওয়ার কথা বলে একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। সেখান থেকে ঘটনার এক দিন পর মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে সালিস ডাকা হয়। সালিসে অভিযুক্ত এক কিশোর ও রনি বিকাশ ত্রিপুরা নামের এক তরুণ উপস্থিত হলে স্থানীয় লোকজন আটক করে তাঁদের মাটিরাঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় কিশোরীর বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুনখাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার৪ ঘণ্টা আগে

জানতে চাইলে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আরেকজনকেও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঘটন য়

এছাড়াও পড়ুন:

যেভাবে প্রকাশ্যে দিবালোকে চুরি হলো ফরাসি রাজপরিবারের মুকুট

প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘর থেকে রবিবার প্রকাশ্য দিবালোকে নেপোলিয়নের যুগের নিদর্শন চুরি হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘটনাকে ‘আমাদের লালিত ঐতিহ্যের উপর আক্রমণ’ বলে অভিহিত করেছেন এবং অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

তদন্তকারীরা চার সন্দেহভাজনকে খুঁজে বের করার এবং রাজমুকুটিটি উদ্ধারের জন্য সময়ের সাথে পাল্লা দিচ্ছেন। কারণ তাদের আশঙ্কায়, দ্রুত উদ্ধার করতে না পারলে এই মুকুটটি চিরতরে হারিয়ে যেতে পারে। কীভাবে এই মুকুটটি লুট করা হয়েছে তার একটি বিশদ বিবরণ প্রকাশ করেছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৯টায় ল্যুভর খোলা হয়েছিল। ৯টা ৩০ মিনিটের দিকে পুলিশ মধ্য প্যারিসের কোয়ে ফ্রাঁসোয়া মিটের্যান্ডের একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে একটি ফোন পায় এবং তিনি ল্যুভরের বাইরে সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতির কথা জানায়। ওই ব্যক্তি জানান, মোটরসাইকেল হেলমেট পরা দুজন ব্যক্তি ইয়ামাহা টি-ম্যাক্স স্কুটারে করে এসেছে,  হলুদ এবং কমলা রঙের জ্যাকেট পরা আরো দুজন ব্যক্তি একটি লিফটিং প্ল্যাটফর্ম সহ একটি ট্রাকের ভিতরে বসে আছে। ফোনটি পাওয়ার পরপর স্থানীয় পুলিশকে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়।

ত্রিকোণ বিশিষ্ট ট্রাফিক প্রতিবন্ধক দিয়ে এলাকাটি সুরক্ষিত করার পরে চোরেরা গাড়ির লিফটটি স্থাপন করে এবং দুজন ব্যক্তি দ্বিতীয় তলার বারান্দায় সিঁড়ি বেয়ে ওঠে। জানালা ভেঙে একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, করাত এবং গ্রাইন্ডিং পাওয়ার টুল ব্যবহার করে হলুদ জ্যাকেট পরা দুজন ব্যক্তি অ্যাপোলো গ্যালারিতে ঢোকে। এটি ল্যুভরের সবচেয়ে অলঙ্কৃত কক্ষগুলোর মধ্যে একটি, যেখানে অন্যান্য অমূল্য সম্পদের সাথে ফরাসি রাজপরিবারের মুকুটটি রয়েছে।

ভেতরে চোরেরা দুটি ডিসপ্লে কেস ভাঙতে গ্রাইন্ডার ব্যবহার করে। তারা নেপোলিয়নের যুগের নয়টি গয়না লুট করে, যার মধ্যে রয়েছে নীলকান্তমণি, পান্না এবং হীরা দিয়ে সজ্জিত টায়রা, নেকলেস এবং কানের দুল যা ঊনবিংশ শতাব্দীর ফ্রান্সের রানীরা পরতেন।

ডিসপ্লে ভাঙার পরপরই জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে। গ্যালারিতে থাকা পাঁচজন জাদুঘর কর্মী ‘নিরাপত্তা প্রোটোকল’ তৈরি করে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক করে।

সকাল ৯টা ৩৮ মিনিটে অমূল্য সম্পদ হাতে নিয়ে চোরেরা ভাঙা জানালা দিয়ে পালিয়ে যায় এবং সিঁড়ি বেয়ে নেমে আসে। জাদুঘরের কর্মীরা দর্শনার্থীদের সরে যেতে চিৎকার করে বলেন, একজন নিরাপত্তা কর্মকর্তা চোরদের পালানো বন্ধ করতে তাদের ট্রাকে আগুন লাগিয়ে দেন। কিন্তু চোরেরা তাদের দুটি ইয়ামাহা টি-ম্যাক্স স্কুটারে করে সেইন নদীর তীর ধরে পালিয়ে যায়।

কিছুক্ষণ পরেই পুলিশের একাধিক ইউনিট হাজির হয়। রাস্তায় নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির ক্ষতিগ্রস্ত মুকুটটি পাওয়া গেছে, যা সম্ভবত লুটেরাদের পালানোর তাড়াহুড়োয় পড়ে গিয়েছিল। মুকুটটিতে ১ হাজার ৩৫৪টি হীরা এবং ৫৬টি পান্না রয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশ কমিশন রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া নিয়ে শঙ্কা
  • খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার
  • সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলা ঠেকাতে বিজিবির গুলি, যুবক নিহত
  • একজন ‘প্রধানমন্ত্রী’ ধর্ষণ করেছিলেন ভার্জিনিয়া জিউফ্রেকে: স্মৃতিকথায় দাবি
  • একনেকে মানসিক হাসপাতালের উন্নয়নে প্রকল্প পাসে খুশি পাবনার মানুষ
  • কেন বাংলাদেশে বেকারি ব্যবসায় বিনিয়োগ করেছেন নিউজিল্যান্ডের ৮১ বছরের স্যান্ড্রা
  • জুলাই শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণ: দুই কিশোরকে ১৩ বছর করে, অন্যজনের ১০ বছরের কারাদণ্ড
  • জাপানের প্রথম নারী প্রধামন্ত্রীকে কেন ‘কট্টর রক্ষণশীল’ বলা হয়
  • যেভাবে প্রকাশ্যে দিবালোকে চুরি হলো ফরাসি রাজপরিবারের মুকুট