বন্দরে আধিপত্য বিস্তার ও যুবদল কমিটি গঠন করাকে  কেন্দ্র করে  যুবদল নেতা সাহাদাত হোসেন (৪০) কে ডেকে নিয়ে একটি অফিসে আটক রেখে হাতুড়ি পেটা করে জখম করার অভিযোগ পাওয়া গেছে নব্য যুবদল নেতা ও বহু অপকর্মের হোতা  দ্বীন ইসলামের বিরুদ্ধে।

গত মঙ্গলবার (২১ অক্টোবর)  রাতে বন্দর উপজেলার  কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড জিওধরা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আহত বিএনপি নেতা সাহাদাতকে দেখতে এসে মহানগর বিএনপি সভাপতি এ্যাড শাখাওয়াত হোসেন খান বলেন, অত্যন্ত দু:খ জনক আমাদের আন্দোলন সংগ্রামে অগ্রভাগে নেতৃত্ব দেওয়া এক বিএনপি নেতাকে লাঞ্চিত করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ও আইনীভাবে ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুল ওয়ার্ড ভিত্তিক পূর্নাঙ্গ কমিটি করতে ৫নং ওয়ার্ড কমিটির দায়িত্ব দেন সাহাদাতের কাছে। বিএনপি নেতা সাহাদাত ওয়ার্ড ভিত্তিক একটি কমিটির তালিকা করেন।

কমিটিতে আধিপত্য বিস্তারের জন্য একই এলাকার যুবদল নেতা দ্বীন ইসলামের নেতৃত্বে ৮/১০ জনের একটি বাহিনী বিএনপি নেতা সাহাদাতকে তাদের অফিসে বসিয়ে রাখে এ সময় বাদশা নামে এক সন্ত্রাসী সুইচ গিয়ার বের করে ভয়ভীতি দেখায়।

পরে তারা সাহাদাতকে হাতুরী দিয়ে পিটিয়ে মারাত্নক জখম করে। সাহাদাতের চিৎকারে আশপাশের লোক ছুটে এসে গুরুতর আহত তাকে উদ্ধার করে বন্দর উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নারয়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, বিএনপির এক মারধরের মারধরের কথা শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করবো। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ য বদল ন ত ব এনপ

এছাড়াও পড়ুন:

১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, প্রথমার্ধে পিছিয়ে ঋতুপর্ণারা

১২ বছর পর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে আগের হিসাব পাল্টানোর স্বপ্ন ছিল বাংলাদেশের নারী ফুটবল দলের।

তবে ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে প্রীতি ম্যাচের প্রথমার্ধে সেই স্বপ্নে আপাতত ধাক্কা খেয়েছে বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছেন ঋতুপর্ণা-আফঈদারা।

বাংলাদেশ নারী দল এর আগে থাইল্যান্ডের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল, ২০১৩ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে। সেই ম্যাচে ৯–০ গোলের বড় হার দেখেছিল লাল-সবুজ জার্সিধারীরা। দীর্ঘ এক যুগ পর আবারও মুখোমুখি দুই দল।

ম্যাচটি সরাসরি সম্প্রচার না হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষা ফল জানার। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথমার্ধেই স্বাগতিকরা এগিয়ে গেছে এক গোল করে।
এ ম্যাচ দিয়েই সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ নারী দল।

একই সঙ্গে আগামী বছরের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিও শুরু হলো এই প্রীতি ম্যাচ দিয়ে। ফিফা র‍্যাঙ্কিংয়ে থাইল্যান্ড ৫৩তম, বাংলাদেশ আছে ১০৪ নম্বরে। ম্যাচের আগে গোলকিপার রুপনা চাকমা বলেছিলেন, ‘অবশ্যই সেরাটা দিতে চাই, আমাদের লক্ষ্য জেতা।’

সম্পর্কিত নিবন্ধ